(24/7)

পাঠক সেবা | A Trusted Online Book Shop

	প্রথমা প্রকাশন

প্রথমা প্রকাশন

প্রথমা প্রকাশন এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন পাঠকসেবা থেকে।

তুমি সেই তরবারি
তুমি সেই তরবারি
সৈয়দ শামসুল হক
  • কাশেম, তার স্ত্রী সাকিনা কিংবা বন্ধু বেলাল—প্রবাসে কেউ তো সুখে নেই। কাশেম পড়তে এসেছিল লন্ডনে, তার পড়া শিকেয় উঠেছে। এত সুন্দরী মেয়ে সাকিনা, একসময় বিটিভিতে গান গাইত, তার জীবনও ভরে উঠেছে অস্বস্তিতে। বেলাল ভালোবেসেছে বন্ধুর স্ত্রী সাকিনাকে। তাকে এক দিনের জন্য জয় করার পর সাকিনা বলছে, ‘তোমাকে আর আমি আমাদের বাসায় দেখতে চাই না। তোমাকে ভালোবাসি বলেই এভাবে তোমাকে চলে যাবার কথা বলতে পারছি। 

    তুমি বুঝতে পারছ?’ 

200 250-20%
অর্গান পাইপ রহস্য ( কিশোর মুসা রবিন সিরিজ )
অর্গান পাইপ রহস্য ( কিশোর মুসা রবিন সিরিজ )
রকিব হাসান
  • এ বইয়ের ঘটনার মূল কেন্দ্র সুদূর আরিজোনার মনোরম পার্ক অর্গান পাইপ ক্যাকটাস মনুমেন্ট। তিন গোয়েন্দা জানতে পারে, এখান থেকে চুরি হয়ে যাচ্ছে দুষ্প্রাপ্য সব ক্যাকটাস গাছ। কে আসামি? কে বা কারা এই চুরির হোতা? রুদ্ধশ্বাস ঘটনার ভেতর দিয়ে তিন গোয়েন্দা মুখোমুখি হয় দুর্বৃত্তের। কিশোর গোয়েন্দারা কি সফল হবে? 

200 250-20%
ভ্যাম্পায়ার রহস্য ( কিশোর মুসা রবিন সিরিজ )
ভ্যাম্পায়ার রহস্য ( কিশোর মুসা রবিন সিরিজ )
রকিব হাসান
  • বিচিত্র একটা জালিয়াতির কেস নিয়ে কাজ করতে গিয়ে আরেক রহস্যে জড়াল তিন গোয়েন্দা কিশোর মুসা রবিন। ট্রেইলারে করে পাড়ি দিল ওরা দীর্ঘ পথ। পথে পথে অঘটন। শেষ পর্যন্ত পৌঁছাল পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা দুর্গম জায়গায়, যেখানে শুরু হলো মূল অপরাধীদের সঙ্গে সংঘাত। রহস্য আরও জটিল করে তুলল কতগুলো ভ্যাম্পায়ার বাদুড়। রক্তচোষা। ওরা কি ড্রাকুলার বংশধর? নাকি এটাও অপরাধীদের আরেক চাতুর্য? 

208 260-20%
উইকিলিকসে বাংলাদেশ
উইকিলিকসে বাংলাদেশ
মশিউল আলম
  • ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে পাঠানো গোপনীয় তারবার্তার ভান্ডার থেকে ৭৩টি নির্বাচিত তারবার্তার হুবহু বাংলা অনুবাদ রয়েছে এ বইতে। আছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি পর্ব ২০০৭ ও ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার ও তার নেপথ্যের অনেক অজানা কথা। এই তারবার্তাগুলো রাজনীতি-অর্থনীতিসহ বাংলাদেশের জাতীয় জীবনের প্রায় সকল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের প্রামাণ্য দলিল। 

416 520-20%
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
এরিখ মারিয়া রেমার্ক , শেখ আবদুল হাকিম (অনুবাদক)
  • কাছাকাছি পৌঁছে দেখলাম কাট আর ল্যান্স করপোরাল আলবার্ট ক্রপও আছে তার পাশে। খুশি হয়ে উঠল মন। পাশাপাশি দাঁড়ালাম তিনজন। কমান্ডার আমাদের কোম্পানির নাম বারবার উচ্চারণ করছে। ‘দুই নম্বর কোম্পানির আর কেউ?’ সাড়া নেই। একটু বিরতি দিয়ে আবার ডাকল,  ‘দুই নম্বর কোম্পানির কেউ আছ?’ সাড়া নেই। কমান্ডার শান্ত, বলল, ‘দুই নম্বর কোম্পানির মাত্র এই কজন?’ কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পর আবার বলল কমান্ডার, ‘নম্বর।’ শরৎ ভোরের হিম বাতাস আমাদের হাড় পর্যন্ত যেন কাঁপিয়ে দিতে লাগল। ঠকঠক করছি, কোনোমতে যার যার নম্বর আউড়ে গেলাম আমরা। ডাক থামল বত্রিশের পর। অনেকক্ষণ কথা বলছি না কেউ। একসময় কমান্ডার বলে উঠল, ‘আর কেউ নেই?’ কে সাড়া দেবে! শিরশিরে অনুভূতি হলো শিরদাঁড়ায়। কেঁপে উঠল শরীর। গ্রীষ্মে আমরা যখন আসি, সংখ্যায় ছিলাম দেড় শ জন। এখন তা বত্রিশে নেমেছে! 


280 350-20%
অনুস্মৃতি
অনুস্মৃতি
পাবলো নেরুদা , ভবানী প্রসাদ দত্ত (অনুবাদক)
  • পাবলো নেরুদার এই আত্মজীবনীর সূত্রে আমরা কেবল একটি যুগের বিভিন্ন দেশের বহু বিশিষ্ট ও বরেণ্য কবি, শিল্পী, সাহিত্যিক ও রাজনীতিকের নিবিড় সান্নিধ্যে আসারই সুযোগ পাব না, পাব একটি বিশাল কালপর্বের সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক ও রাজনৈতিক উত্থান-পতনেরও বহু বিচিত্র ঘটনার হার্দিক বিবরণ। এ গ্রন্থে তাঁর স্বদেশের প্রকৃতি, সমাজ ও রাজনীতি যেমন জীবন্ত, তেমনি জীবন্ত তাঁর একান্ত জীবনাচারের বহু বর্ণিল বিবরণ। অনুস্মৃতির পাঠ তাই এক বিরল অভিজ্ঞতা।

440 550-20%
আশি দিনে বিশ্বভ্রমণ
আশি দিনে বিশ্বভ্রমণ
জুল ভার্ন , শেখ আবদুল হাকিম (অনুবাদক)
  • মাত্র আশি দিনে সারা দুনিয়া ঘুরে আসবেন—এরকম এক কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে ফিলিয়াস ফগ বেরিয়ে পড়েছিলেন বিশ্বভ্রমণে। সঙ্গে নিলেন গৃহভৃত্য গ্যাসপারতুকে। বাজিতে হারলে তাঁকে হারাতে  হবে তাঁর অর্ধেক সম্পদ। ওদিকে এক গোয়েন্দা শিকারি কুকুরের মতো তাঁর পিছু নিয়েছেন, বাধা সৃষ্টি করছেন প্রতি পদক্ষেপে। ভারতের গভীর জঙ্গল, চীনাদের আফিম সেবন, জাপানিদের সার্কাস, ছুটন্ত ট্রেনে রেড ইন্ডিয়ানদের হামলা, স্টিমারে জনাব ফগের নেতৃত্বে নাবিকদের বিদ্রোহ—সব মিলিয়ে এটি একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। জুল ভার্নের সবচেয়ে জনপ্রিয় এই বইটি পাঠকদের জন্য চমৎকার ভাষায় অনুবাদ করেছেন শেখ আবদুল হাকিম। 


184 230-20%
তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি
তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
  • এ বইয়ে বাংলার নবাবি আমলের এমন সব বর্ণনা আছে, যা সমসাময়িক অন্য কোনো গ্রন্েথ পাওয়া যায় না। লেখক ইউসুফ আলি খান ছিলেন বর্ণিত বেশির ভাগ ঘটনার প্রত্যক্ষদর্শী। নবাব আলিবর্দি খানের প্রথম জীবন, তাঁর পরিবারের বিভিন্ন সদস্য ও ব্যক্তিগত অনুচরদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি এ বইয়ে। সেই সঙ্গে রয়েছে মারাঠাদের সঙ্গে আলিবর্দির যুগব্যাপী সংঘাত, সিরাজ-উদ-দৌলার সিংহাসন লাভ, পলাশীর যুদ্ধ ও সিরাজ-উদ-দৌলার মৃত্যুর বিবরণও। পরবর্তীকালে ফারসি ভাষায় লেখা নবাবি আমলের অনেক ইতিহাসগ্রন্েথর তথ্য আসলে এ বইটি থেকেই নেওয়া হয়েছে। 

400 500-20%
পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন
পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন
মাইকেল অ্যাঞ্জেলো , সৈয়দ শামসুল হক (অনুবাদক)
  • অথবা এই যে চুল মাথাভর্তি রয়েছে আমার,

    নিপুণ বয়নে যদি একখানি জামা করা যেত—

    তবে তা নিশ্চয় তার ও-বুকের স্পর্শসুখ পেত;

    সারা দিন আমারই সে তবে হতো—আমার! আমার! 

    কিংবা এ চুলেই যদি হতো তার পাদুকার ফিতে!

    অন্তত বছর দুই পায়ে পায়ে বেড়াতাম শীতে  

123 150-18%
আমার স্বামী ওয়ালী
আমার স্বামী ওয়ালী
আন মারি ওয়ালীউল্লাহ
  • বাংলা ভাষার অন্যতম প্রধান কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ। চাকরির সুবাদে তাঁর জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাদেশের বাইরে, নানা দেশে। বাঙালি পাঠক তাঁর কথাশিল্প সম্পর্কে জানে, উচ্চ ধারণা পোষণ করে। কিন্তু ব্যক্তি ওয়ালীউল্লাহ সম্পর্কে আমরা খুব কমই জানি। তাঁর স্ত্রী আন মারি ওয়ালীউল্লাহ  (বৈবাহিক জীবন ১৯৫৫-১৯৭১) তাঁর সম্পর্কে খুবই অন্তরঙ্গ একটি ছবি এঁকেছেন এ বইয়ে। ওয়ালীউল্লাহর ব্যক্তিজীবন, তাঁর রুচি, পাঠপরিধি, তাঁর চিত্রকর হওয়ার আকাঙ্ক্ষা, সর্বোপরি তাঁর সংবেদনশীল মন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয় এই বই। ওয়ালীউল্লাহ বিশ্বের সব সাহিত্যকে মানুষের অভিন্ন উত্তরাধিকার বলে গণ্য করতেন। বইটি পড়তে পড়তে শেষ পর্যন্ত ওয়ালীউল্লাহ সম্পর্কে তাঁর নিজের এ কথাই সত্য বলে মনে হবে, ‘আমি একজন মুক্ত মানুষ। জগৎ আমাকে গ্রহণ করুক আর নাই করুক, পুরো জগৎটিই আমার।’ 

115 140-18%
রক্ত ও কাদা ১৯৭১
রক্ত ও কাদা ১৯৭১
তাদামাসা হুকিউরা , কাজুহিরো ওয়াতানাবে (সম্পাদক)
  • জাপানি রেডক্রস-কর্মী তাদামাসা হুকিউরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এমন কতগুলো ঘটনা ও পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যেগুলো তাঁর মনে গভীর দাগ কেটেছে। ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন সহজ ভঙ্গিতে, আন্তরিকভাবে। বইটি পড়তে পড়তে পাঠক দ্রুত একটি ঘটনা থেকে আরেকটি ঘটনায় ঢুকে পড়বেন, কখনো শিউরে উঠবেন, কখনো বিস্ময়ে হতবাক হবেন; আনন্দে প্রাণ ভরে যাবে কখনো কখনো। স্বাধীনতাকামী বাঙালিদের প্রতি তাদামাসা হুকিউরার দায়বোধ ছিল। কিন্তু যুদ্ধ-পরিস্থিতিতে রেডক্রসের একজন কর্মী হিসেবে তাঁর যে দায়িত্ব রয়েছে, তা-ও তিনি বিস্মৃত হননি। ফলে আহত মুক্তিযোদ্ধাদের যেমন গোপনে সাহায্য করেছেন, তেমনি যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তানি সেনা বা তাদের দোসর রাজাকারদের নিরাপত্তার জন্যও তিনি কাজ করেছেন। যুদ্ধের রুদ্ধশ্বাস পরিবেশে মানুষ ও সেবক হিসেবে লেখক যুদ্ধের অংশ হয়ে উঠেছেন।


240 300-20%
প্রসূতি ও প্রসব
প্রসূতি ও প্রসব
অধ্যাপক ডা. সাহানারা চৌধুরী , ডা. জাহিদ মনজুর
  • গর্ভধারণ, প্রসব ও প্রসবোত্তরকালে প্রসূতি মায়েদের কীভাবে সেবা দিতে হবে, প্রসবের জন্য কীভাবে তাঁরা প্রস্ত্তত হবে, এ সময় কী কী সর্তকতা অবলম্বন জরুরি এবং নবজাতকের পরিচর্যাই বা কীভাবে করবেন—এসব বিষয়ে সহজ ভাষায় বিস্তারিত বিবরণ রয়েছে এ বইয়ে। প্রসূতি বা পরিবারের সদস্যরা এ বইয়ের সহায়তা নিতে পারবেন। যাঁর হাতের কাছে অন্য কোনো অবলম্বন নেই, তাঁরও কাজে লাগবে এই বই। 


360 450-20%
ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতা : রক্ত ও অশ্রুর গাথা
ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতা : রক্ত ও অশ্রুর গাথা
ফেদেরিকো গারসিয়া লোরকা , সাজ্জাদ শরিফ (অনুবাদক)
  • আধুনিক সময়ের জটিলতা ও বৈপরীত্য এবং সব ছাপিয়ে তুচ্ছ ঘটনা ও অনুভূতির মধ্যেও মানুষকে তার সমগ্রতায় ছোঁয়ার ব্যগ্রতা লোরকার কবিতায় ধরা পড়েছে অনুপম ভাষায় ও অসামান্য গভীরতায়। তাঁর কবিতা এই সময়েও সমান প্রাসঙ্গিক। প্রাঞ্জল অনুবাদে, অন্তদৃ‌র্ষ্টিময় ভূমিকায় ও বিশদ তথ্যে এ বই লোরকাকে তুলে ধরেছে পূর্ণতর এক আয়োজনে। 


200 250-20%
রূপের ডালি খেলা
রূপের ডালি খেলা
ইউ. ইয়াকভলেভ , ননী ভৌমিক (সম্পাদক)
  • এই বইয়ের গল্পগুলোর পাত্র-পাত্রীরা সাবেক সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার বাসিন্দা। কিন্তু গল্পগুলো পড়লে মনে হবে, তাদের আনন্দ-বেদনা, খুনসুটি আর হাসি-কৌতুকে ভরা ঘটনাগুলো আমাদের জীবন থেকেই নেওয়া। ‘বীরবতী ভাসিয়া’, ‘রূপের ডালি খেলা’, ‘রুটির ফুল’, ‘স্কেট্স্ বগলে ছেলেটা’ ইত্যাদি গল্প পড়তে পড়তে আমরা এমন এক জগতে চলে যাব, যে জগৎ আমাদের অফুরান আনন্দ দেয়। রূপের ডালি খেলা  তুলনাবিহীন এক গল্পের বই। 


184 230-20%
গুপ্তধনের খোঁজে: ইতিহাসের বিচিত্র সরস কাহিনি
গুপ্তধনের খোঁজে: ইতিহাসের বিচিত্র সরস কাহিনি
মাহবুব আলম
  • ইতিহাসের অনেক দিক আছে, যা আপাতদৃষ্টিতে এমনই তুচ্ছ যে পেশাগত ও একাডেমিক ঐতিহাসিকদের রচনায় এ পর্যন্ত কমই ধরা পড়ে। বর্তমান গ্রন্েথ লেখক মাহবুব আলম বাংলার ইতিহাসের বিভিন্ন যুগের অনেক ঘটনা এমন মনোরমভাবে বর্ণনা করেছেন, যা একাধারে তথ্যপূর্ণ ও উপভোগ্য। খণ্ডিত সত্যের কাঠামোয় ভর করে মধ্যযুগ থেকে উনিশ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিতে ওঠানামা ও ভাঙাগড়ার যে নানা চিহ্ন চোখে পড়ে, সেসবই প্রবন্ধ আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইয়ে। এর কিছু অংশ আমাদের চেনা, কিছু অস্পষ্ট। আবার অনেকের কাছে হয়তো একেবারেই অচেনা। 


184 230-20%
গাছ
গাছ
দ্বিজেন শর্মা
  • যে প্রকৃতি আমাদের জীবনের উৎস, সেই প্রকৃতির বিশাল এলাকাজুড়ে আছে গাছপালা। গাছপালা ছাড়া আমাদের প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা করা যায় না। গাছ আছে বলেই আমরা বেঁচে আছি। কত নামের আর কত রকমের গাছ! তাই আমাদের চারপাশের সেই গাছপালা সম্পর্কে জানব না, তা কী করে হয়? জানার সেই প্রয়োজন থেকেই এ বই। লিখেছেন দেশের প্রখ্যাত প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা। ২৮টি গাছের পরিচয়-সংবলিত এ বই তোমার-আমার জন্য অবশ্যপাঠ্য।  


123 150-18%
বালিকার চন্দ্রযান
বালিকার চন্দ্রযান
সৈয়দ শামসুল হক
  • ‘মাহজাবীন আবার সোফায় গিয়ে জোড়াসন হয়ে বসে। 

    আবার সে সিগারেট ধরায়। চন্দনা কার্পেটের ওপর, পায়ের কাছে বসে। মুখোমুখি হয়ে।

    একের পর এক সিগারেট ধরাইতেছ?

    হ্যাঁ, একটি দৌড়ের ভেতরে বর্তমানে আছি।

    কী ব্যাপার? সঙ্গে একটি ভারী ব্যাগও দেখিতেছি। 

    কী আছে উহাতে?

    ইয়াসমিনের কাপড়। পৌঁছাইয়া দিতে হইবে।

    বুঝিলাম না।

    ইয়াসমিন বাড়ি ছাড়িয়াছে। আজ কন্যা দেখিবার জন্য এক ষাঁড়ের আসিবার কথা! ইহা ব্যতীত পথ ছিল না।

    আবার শিস দেয় চন্দনা। জিজ্ঞেস করে, বাড়ির পরিস্থিতি কী?

    মাম কাঁদিতেছে। ড্যাডি কাঁদিতেছে। উহারা বুঝে না। উহারা বাঙালিই রহিয়া গেল।’ 

164 200-18%
দ্য পোস্টম্যান
দ্য পোস্টম্যান
আন্তনিও স্কারমেতা , সাগুফতা শারমীন তানিয়া (অনুবাদক)
  • কবি পাবলো নেরুদার জীবনের অন্তিম পর্ব নিয়ে এ উপন্যাসের কাহিনি। যদিও উপন্যাসটির প্রধান চরিত্র আসলে একজন সামান্য পোস্টম্যান, নেরুদার কবিতার সঙ্গে পরিচয় যাকে অসামান্য করে তোলে। উপন্যাসটি ইল পস্তিনো নামে চলচ্চিত্রে রূপায়িত হলে তা একাডেমি পুরস্কার লাভ করে। এযাবৎ বিশ্বের তিরিশটির মতো ভাষায় উপন্যাসটি অনূদিত হয়েছে। গদ্যে-পদ্যে মাখামাখি এক অপূর্ব ভাষায় রচিত এ বই পাঠককে একই সঙ্গে থ্রিলার ও কবিতার স্বাদ দেবে। 


176 220-20%
যেভাবে নাই হয়ে গেলাম
যেভাবে নাই হয়ে গেলাম
মশিউল আলম
  • জামিল এক সকালে উঠে দেখতে পায়, সে নিজেকে দেখতে পাচ্ছে না। প্রতিদিনের বাস্তবতাকে সে দুঃস্বপ্ন থেকে পৃথক করতে পারছে না। তারপর ঘটে অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর ঘটনা। ব্যক্তিমনের ওপর বিভীষিকাময় বাস্তবতার তীব্র অভিঘাতের এই আখ্যান পড়তে শুরু করলে শেষ না করে থামা যায় না। 

176 220-20%
বেগমের কূটনৈতিক মিশন ও অন্যান্য
বেগমের কূটনৈতিক মিশন ও অন্যান্য
মাহবুব আলম
  • ইতিহাসের অলিগলি পরিভ্রমণ করে মাহবুব আলম তুলে এনেছেন সরস, রোমাঞ্চকর ও কৌতূহলোদ্দীপক ঘটনাবলি। এ বইয়ের ‘বেগমের কূটনৈতিক মিশন’, ‘রামমোহনের রাজা উপাধি লাভ ও বিলাতে দিল্লির বাদশাহের দূতিয়ালি’, ‘পূর্ববঙ্গে খ্যাপাটে সাহেবরা’, ‘বাংলায় মরণব্যাধি কালাজ্বর’ ইত্যাদি ইতিহাসের প্রায় অজানা, ঢাকা-পড়ে-যাওয়া কাহিনি পাঠককে আনন্দ দেবে।     

240 300-20%
রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ
রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ
মঈনুস সুলতান
  • মঈনুস সুলতানের এবারের ভ্রমণ হেঁটে। যুক্তরাষ্ট্রের বনবনানীতে ভ্রমণকালে কত মানুষের দেখা মেলে, পরিচয় ও অন্তরঙ্গতা গড়ে ওঠে। শুরুতে লেখকের পথসঙ্গী ইফফতের গল্প আর সংশয়ে বিক্ষত হন লেখক। ক্যানসারে মরণাপন্ন রেড ইন্ডিয়ান নারী মিমোজা ও তাঁর পুরুষসঙ্গী পাঠককে নিয়ে যায় প্রকৃতিলগ্ন জীবনের মধ্যে। ভার্জিনিয়ায় যাওয়ার পথে কম্পোডিয়ার খেমার বংশোদ্ভূত স্ট্রিপার গার্ল চম্পো বর্ণনা করে নিজের করুণ গল্প। শ্যানানডোয়ার বনানী আর ওল্ডর‌্যাগ পাহাড়ের চূড়ায় যেতে যেতে প্রজাপতি পোষা পুরুষ আর্থার ওয়েসলি ও পায়ে উল্কি আঁকা নারী বিয়াত্রিসের সঙ্গ ও গল্প পাঠককে আবিষ্ট করে রাখবে। 

224 280-20%
সংঘাতময় বাংলাদেশ অতীত থেকে বর্তমান
সংঘাতময় বাংলাদেশ অতীত থেকে বর্তমান
মোঃ বদরুল আলম খান , রফিক-উম-মুনীর চৌধুরী (সম্পাদক)
  • কি রাজনীতিতে কি সমাজ-জীবনে সংঘাত আজ বাংলাদেশে প্রায় সর্বব্যাপী রূপ লাভ করেছে। এই সংঘাতের উৎস কোথায়? সে প্রশ্নের উত্তর খঁুজতে সহায়ক হবে এ বইটি। এতে সংঘাতের ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক পটভূমি ছাড়াও রয়েছে জাতি ও ধর্মপরিচয়-ভিত্তিক দ্বন্দ্ব, জাতীয় নেতৃত্বে ব্যক্তিত্বের সংঘাত এবং গ্রাম-শহরের মধ্যেকার বৈষম্য কীভাবে সংকটকে জটিলতর করে তুলেছে, তার বিশ্লেষণধর্মী আলোচনা, আজকের দেশভাবনায় যা দুর্লভ। 


440 550-20%
আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা
আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস , রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদক)
  • আমার বয়স নব্বই পূর্ণ হওয়ার দিন ইচ্ছে হলো, উঠতি বয়স্কা কোনো কুমারীকে সারা রাত ধরে পাগলের মতো ভালোবাসি। রোসা কাবার্কাসের কথা ভাবলাম। রোসার মালিকানায় ছিল এক পতিতালয়। মনে পড়ে, তার ওখানে নতুন কোনো মেয়ে এলেই খাস কাস্টমারদের খবর দিতে ভুলত না সে। বহুবার ডাকার পরও রোসার ওই লোভনীয় ডেরায় যাইনি, তার কোনো কুপ্রস্তাবেও সাড়া দিইনি কখনো। যদিও সে আমার এ নৈতিকতাকে থোড়াই পাত্তা দিত। ‘সময়ে কোথায় ধুইয়া-মুইছা যাইব এই সব নৈতিকতা’, মুখে এক তাচ্ছিল্যের হাসি নিয়ে এমনটা বলত রোসা।


192 240-20%
নজরুল জীবনকথা
নজরুল জীবনকথা
মোরশেদ শফিউল হাসান
  • কবি নজরুলের তথ্যবহুল ও প্রামাণ্য জীবনী

    সবার পাঠোপযোগী করে লেখা।

    নজরুলের জীবনসংগ্রাম ও

    তাঁর প্রতিভার বৈশিষ্ট্য বুঝতেও

    পাঠককে সাহাঘ্য করবে বইটি। 

224 280-20%
রসের রাজা বীরবলের সেরা গল্প
রসের রাজা বীরবলের সেরা গল্প
আখতার হুসেন
  • বীরবলের গল্প শুধু মজার গল্প নয়, অনেক ক্ষেত্রে বুদ্ধিদীপ্তও বটে। পাঁচ শ বছর পরেও গল্পগুলো ছোট বড় নির্বিশেষে সবাইকে আনন্দ দিয়ে আসছে। সম্রাট আকবর ও বীরবলের মধ্যে প্রায় প্রতিদিনই নানা ধরনের কথা হতো, ঘটনাও ঘটত দুজনকে ঘিরে। সম্রাটের দরবারে এবং তার বাইরে। সেসব ঘটনা থেকেই গল্পগুলোর জন্ম। যারা হাসতে চায়, বুদ্ধিমান হতে চায়, বুঝতে চায় ভাল-মন্দের বিভেদ, বীরবলের গল্পের এ বই তাদের চিরসঙ্গী হবে। 


240 300-20%
দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর
দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর
মুনীর চৌধুরী , লিলি চৌধুরী
  • মুনীর চৌধুরীর দিনপঞ্জির সকল ভুক্তিই লিলি চৌধুরীর উদ্দেশে নিবেদিত। তাই প্রেমের অদম্য আবেগ প্রকাশ পেয়েছে এর পাতায় পাতায়। তবে তারও অতিরিক্ত কিছু আছে এতে। শিল্পসৃষ্টির প্রয়াস সচেতনভাবে দূর করতে চেয়েছেন তিনি, কিন্তু শিল্পদৃষ্টি ত্যাগ করতে পারেননি।

    লিলি চৌধুরীর ক্ষতবিক্ষত হৃদয়ের রক্তক্ষরণ আর তার কামনা-বাসনার অকপট ও অলজ্জিত প্রকাশ আছে তাঁর ডায়েরির সর্বত্র। মুনীর চৌধুরীর রচনার পরিপূরক তাঁর এই লেখাটি যে তিনি অন্যদের অনুরোধে জনসমক্ষে আনতে সম্মত হয়েছেন, তাতে আমরা লাভবান হয়েছি।

    আনিসুজ্জামান 

360 450-20%
ডায়াবেটিস ও সুস্থ জীবন
ডায়াবেটিস ও সুস্থ জীবন
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
  • বিশ্বব্যাপী ডায়াবেটিসের বিস্তৃতি যেমন ঘটছে, তেমনি এ সম্পর্কে সতর্কতামূলক প্রচার-প্রচারণাও জোরদার হয়ে উঠছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশেও এ রোগের বিস্তার ঘটছে অন্য সব রোগের সঙ্গে পাল্লা দিয়ে। তাই জনজীবনে এ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। ফলে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শুভাগত চৌধুরীর এ বই ডায়াবেটিস সম্পর্কে যেমন আমাদের সচেতন করবে, তেমনি নির্দেশ করবে এর প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কেও। ডায়াবেটিস-সংক্রান্ত এ বই হোক আমাদের আবশ্যিক সহচর। 


164 200-18%
অনাবিল মুখচ্ছবি
অনাবিল মুখচ্ছবি
ফারুক চৌধুরী
  • এ বই বিচিত্র মানুষের গল্প। ফারুক চৌধুরী তাঁর বর্ণাঢ্য কূটনৈতিক ও সামাজিক জীবনে সংস্পর্শে এসেছেন বিচিত্র মানুষের। সেসব বিশ্বনন্দিত, খ্যাতিমান বা নিতান্ত সাধারণ মানুষের মধ্যে আছেন রাষ্ট্রনেতা, ক্রীড়া-কিংবদন্তি, বিজ্ঞানী, কূটনীতিক, ব্যবসায়ী, এমনকি গৃহপরিচারকও। বাইরের খোলস ভেঙে লেখক বের করে এনেছেন তাঁদের ভেতরের মানুষটিকে। মানুষ উন্মোচনের এই পালায় নিজেকেও তিনি মেলে ধরেছেন অকপটে। 


280 350-20%
আলো-আঁধারের যাত্রী
আলো-আঁধারের যাত্রী
আনিসুল হক
  • শেখ মুজিব বললেন, ‘এই যে আমি গাড়ি চালাচ্ছি, তুমি আমার পাশে, এইটার একটা মানে আছে। আমি গাড়ি চালাব, তুমি আমার পাশে থাকবা। কী বুঝলা?’

    তাজউদ্দীনের শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি বোধ হয় একটা কিছু বুঝতে পারলেন। তিনি বোধ হয় জিনিসটা ঠিক বুঝতেও পারলেন না।

    শেখ মুজিব বললেন, ‘আইয়ুব খানের মার্শাল ল কেন? তোমার কী মনে হয়?’

    তাজউদ্দীন বললেন, ‘সাম্রাজ্যবাদীদের স্বার্থরক্ষার জন্য।’

    শেখ মুজিব বললেন, ‘সোজা বাংলায় বলি। বাংলার মানুষকে চিরদিন পাঞ্জাবিদের গোলাম করে রাখবার জন্য। এটা আমরা হতে দিব না।’ 

384 480-20%
বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডাটা
বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডাটা
পিয়াস মজিদ
  • পুরান ঢাকার বিউটি বোর্ডিং তার সত্তর বছরের ইতিহাসে বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-আড্ডার এক কিংবদন্তি স্থানে রূপ নিয়েছে। আড্ডার সেই সোনালি দিন হয়তো আজ অস্তমিত, কিন্তু কবি-লেখকদের স্মৃতি ও সৃষ্টিতে বিউটি বোর্ডিংয়ের ঔজ্জ্বল্য ম্লান হয়নি মোটেও। এই বইয়ের কিছু কবিতা ও স্মৃতিকথায় ধরা রইল আড্ডামুখর উজ্জ্বল অতীতের অমূল্য রেখাচিত্র।


164 200-18%
বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা
বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা
কামরুল হাসান
  • অসামান্য শিল্পী কামরুল হাসান বাংলাদেশের শিল্পকলার অন্যতম পথিকৃৎ। শিল্প ছিল তাঁর সার্বক্ষণিক ধ্যানের বিষয়। কিন্তু শিল্পের বাইরেও নানা বিষয়ে ছিল তাঁর বিপুল আগ্রহ। ব্রতচারী আন্দোলন, মুকুল ফৌজ, মণিমেলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। যুক্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। এসবের বাইরে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো, তিনি একজন লেখক। লেখক কামরুল হাসানকে চিনিয়ে দেবে এ বই। 


224 280-20%
ঢাকার স্মৃতি ও ডাক্তার নন্দী
ঢাকার স্মৃতি ও ডাক্তার নন্দী
মন্দিরা ভট্টাচার্য
  • ১৯৫০ ও ৬০-এর দশকের ঢাকার সর্বজনপ্রিয় চিকিৎসক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার এম এন নন্দীর কন্যার লেখা এ বইটি পাঠে মহানুভব এই মানুষটি সম্পর্কে অনেক কথা জানা যাবে। জানা যাবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা শহরের সামাজিক-সাংস্কৃতিক জীবন ও পরিবেশ সম্পর্কেও। 


164 200-18%
ভাগ্য জানার উপায়
ভাগ্য জানার উপায়
কাওসার আহমেদ চৌধুরী
  • সত্যিকার অর্থে ভাগ্য বা ভবিষ্যৎ জানার কোনো উপায় আমাদের হাতে নেই। কিন্তু মানুষের জীবনে অনিশ্চয়তা আছে, সে কারণে ভবিষ্যৎ বা ভাগ্যের ওপর নির্ভরশীলতাও আছে। এ বইয়ের লেখক মনে করেন, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাবনার কিছু ইঙ্গিত পাওয়া যায়। এই বই সেই ইঙ্গিত পেতে আপনাকে সাহাঘ্য করবে। 


184 230-20%
লেজ আবিষ্কার
লেজ আবিষ্কার
সুকুমার বড়ুয়া
  • শুধু ছড়ার দুটো লাইন দিয়ে সবার মন জয় করে নিতে পারেন যিনি, তাঁর নাম সুকুমার বড়ুয়া। যেখানে আনন্দ নেই, বিস্ময় নেই, সেখানেও ব্যঙ্গ ও বিদ্রূপে, কল্পনায় ও স্বপ্নে নির্ভেজাল আনন্দ পৌঁছে দেন ছড়ার এই যুবরাজ। ছড়া কী, কীভাবে ছড়া হয়—এসব কথা যাঁরা ভাবেন, তাঁরা সুকুমার বড়ুয়ার দুটো ছড়া পড়েই তো বলে দিতে পারেন, এই হলো ছড়া। একই ছড়া দিয়ে ছেলেমেয়েদের আর যাদের ছেলেমেয়ে বলা যাবে না, আবার বুড়োবুড়ি বললেও রাগ করবেন—তাদের সবার মন জয় করতে পারেন সুকুমার বড়ুয়া।


99 120-18%
হরেক রঙের মানুষ
হরেক রঙের মানুষ
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
  • মুহাম্মদ হাবিবুর রহমানের প্রকাশিত-অপ্রকাশিত-অগ্রন্থিত রচনার বিপুল ভান্ডার প্রথম আলোর কাছে রয়ে গেছে। সেখান থেকে স্মৃতিকথা, ভ্রমণ, গল্প, কবিতা বা অনুবাদের মতো তাঁর স্বল্প জ্ঞাত কয়েকটি লেখা বাছাই করে এ বইয়ে মুদ্রিত হয়েছে। এ বইয়ে যা আছে তা মূলত তাঁর জীবনে জড়িয়ে থাকা ও কল্পনায় রূপ পাওয়া নানা রকম মানুষেরই কথা। সেসব মানুষের বিচিত্র গল্পে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিটি ধরা পড়েছে। 


200 250-20%
Home
Categories
Cart
Account