(24/7)

পাঠক সেবা | A Trusted Online Book Shop

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু (ভাষণ ও বিবৃতি)

By আবদুল বাছির, মো. নুর নবী

প্রকাশক : তাম্রলিপি

Price : 380
Availability :  In Stock
Buy Now

Share This Book

Image Cash On Delivery

Image 7 days happy return

Image Delivery Charge in Dhaka ৳ 50

Image Delivery Charge Outside Dhaka ৳ 100

Image Purchase & Earn

Product Details

Product Summary:

আবদুল বাছির ও মো. নুর নবী এর দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রিন্টেড ২০২২ এর বইমেলা নতুন বইটি সংগ্রহ করুন সরাসরি তাম্রলিপি প্রকাশনী থেকে। প্রি- অর্ডার করলেই পাচ্ছেন ফ্রী ডেলিভারি

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু বইয়ের ফ্ল্যাপের অংশঃ

বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু নামটি অবিচ্ছেদ্য। বাঙালির হাজার বছরের ইতিহাস পরাধীন ও গ্লানিময়। ভিনদেশী শক্তির আধিপত্য মেনেই বাঙালির সমাজ—সংস্কৃতির বিকাশ ঘটেছে। অনুগত জীবনব্যবস্থার দিনলিপিই হয়ে উঠেছিল এ অঞ্চলের মানুষের নিয়তি। শাসকশ্রেণির বিধিবিধান মেনে বাঙালি অভ্যস্ত হয়ে পড়েছিল। তাদের ভাবনায় স্বাধীনতার বিষয়টি ছিল অনুপস্থিত। এমনকি ব্রিটিশ আমলেও বাঙালি ছিল পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী। আর পূর্ববঙ্গ ছিল কৃষি অধ্যুষিত গরিব কৃষকের আবাসস্থল। উন্নয়ন ও শিল্পায়ন ছিল তাদের জীবনে অধরা। বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বজাতিকে প্রথম স্বাধীনতার দিকে আহ্বান জানালেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র। বাঙালি আজ একটি গর্বিত জাতি।
বঙ্গবন্ধু শোষণমুক্ত সমাজের কথা সব সময় চিন্তা করতেন। তবে স্বাধীনতার পর এ দেশে সংকট আর অভাবের শেষ ছিল না। রাষ্ট্রীয় কোষাগার ছিল শূন্য। ভেঙে পড়েছিল অর্থনীতি। এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য বঙ্গবন্ধুকে তীব্র লড়াই করতে হয়েছে। তাঁকে মাড়াতে হলো কঠিন পথ। দেশের অভ্যন্তরীণ খাদ্যাভাব, জ¦ালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি, বিশৃঙ্খলা ইত্যাদি কারণে দেশে নেমে এসেছিল তীব্র অন্ধকার। সৃষ্টি হয়েছিল বিপৎসংকুল পরিস্থিতি। বঙ্গবন্ধু এসব পরিস্থিতি মোকাবেলার জন্য গ্রহণ করেছিলেন নানা যুগোপযোগী পদক্ষেপ, যার লক্ষ্য ছিল সোনার বাংলা গড়ে তোলা।
বস্তুত বঙ্গবন্ধুকে সঠিকভাবে চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র সকল প্রকার দুর্নীতি, ঘুষ, অন্যায় ও অশুভ কার্যকলাপ থেকে মুক্ত থেকে সত্যিকার অর্থে ‘সোনার বাংলায়’ পরিণত হতে সক্ষম হবে। এই মানুষটি জীবনে এক যুগেরও বেশি সময় (৪৬৮২ দিন) কারাগারেই কাটিয়েছেন, তবুও নিজ আদর্শ থেকে বিচ্যুত হননি। অসমাপ্ত আত্মজীবনীতে (পৃ. ২১) বঙ্গবন্ধু লিখেছেনÑবঙ্গবন্ধুর প্রতি তাঁর বাবার নির্দেশ ছিল, ‘sincerity of purpose and honesty of purpose’ পিতার এই আদর্শিক নির্দেশনা বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরণ করেছিলেন তা স্পষ্ট। বস্তুত বঙ্গবন্ধু বাঙালিত্বকে, বাঙালির মহান অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ধারণ করতেন তাঁর মননে ও চিন্তায়।

লেখক পরিচিতিঃ 

আবদুল বাছির
ডক্টর আবদুল বাছির ১৯৬৫ সালে বর্তমান ব্ৰহ্মণবাড়ীয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে যথাক্রমে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ড. আবদুল বাছির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সেন্টার ফর এডভান্স রিসার্স ইন আর্টস এন্ড সোসাল সাইন্সেস এর পরিচালক এবং বিজয় একাত্তর হলের প্রভোস্ট। তিনি অনেক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানের জীবন সদস্য। ইতোমধ্যে তার তিনটি গবেষণা গ্রন্থঃ বাংলার কৃষক বিদ্রোহ ও মধ্যবিত্তশ্রেণি; মুসলিম রাষ্ট্রচিন্তার রূপরেখা; বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং প্রায় অর্ধশত প্রবন্ধ দেশ-বিদেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. আবদুল বাছির একজন মুক্তমনের প্রতিশ্রুতিশীল শিক্ষক ও নিষ্ঠাবান গবেষক।
মো. নুর নবী
মা নুর নবী ১৯৯১ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা আহাম্মদল হক এবং মাতা রাজিয়া খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিভাগে সর্বোচ্চ ফলাফলসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করায় পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ‘ডিনস্ এ্যাওয়ার্ড’। বিতর্ক চর্চার সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাবের মডারেট-এর দায়িত্ব পালন করছেন।
মি. নবী একজন উদীয়মান তরুণ গবেষক। বর্তমানে এমফিল গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটি লেখকের তৃতীয় গ্রন্থ। ইতোমধ্যে তাঁর দু’টি গবেষণা গ্রন্থঃ গোপালপুর গণহত্যা; বঙ্গবন্ধু ও বাঙালি জাতিরাষ্ট্রের অভ্যুদয় এবং একাধিক প্রবন্ধ দেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের জীবন সদস্য। বর্তমানে ধানমন্ডি আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।

এই ধরনের অন্যান্য বই দেখুন “প্রি-অর্ডারের বই” এবং আমাদের নতুন সব আপডেট পেতে তাম্রলিপি ফেসবুক পেজে ফলো করতে পারেন।


Product Specification:

Book Name দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু (ভাষণ ও বিবৃতি)
Author Name আবদুল বাছির, মো. নুর নবী
Publisher Name তাম্রলিপি
Country বাংলাদেশ
Language বাংলা

আবদুল বাছির, মো. নুর নবী

আবদুল বাছির, মো. নুর নবী

আবদুল বাছির, মো. নুর নবী এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন পাঠকসেবা থেকে।

Home
Categories
Cart
Account