Product Summary:
রমাদান তো কুরআনের মাস ; এ মাসেই তো রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর পুরো কুরআন নাযিল হয়েছে, কিন্তু কখনো কি কোন রমাদানে মর্ম ও উদ্দেশ্য বুঝে পুরো কুরআন তিলাওয়াত করেছেন? আচ্ছা, সেটা না-হয় বাদ দিলাম, রমাদান উপলক্ষেও কি কখনো ভেবে দেখেছেন কুরআন আপনার থেকে কী চায়? বরং তা আপনার জন্য কী নিয়ে এসেছে? আপনাকে কী দিতে চায়? রাব্বুল আলামিন এতে আপনাকে কী বলেছেন? যিনি আপনাকে সৃষ্টি করলেন, আপনার আহার ও বাসস্থানের ব্যবস্থা করলেন তিনি আপনাকে কী বলতে চান? কখনো কি তার এ চিঠিটা পড়ে দেখেছেন?
বিভিন্ন বিষয়ে হাজারটা বই পড়তে পারলেন কিন্তু রবের পাঠানো চিঠিটা পড়তে পারলেন না! এর মর্ম অনুধাবন করতে পারলেন না! আপনার চেয়ে হতভাগা আর কে আছে?
মর্মপীড়ায় ভুগছেন? গভীর যাতনা অনুভব করছেন?
আলহামদুলিল্লাহ, আপনার জন্যই নাশাতের তরফ থেকে উপহার "খোলাসাতুল কুরআন"।
যা আপনাকে কুরআনের মর্ম ও উদ্দেশ্য সম্পর্কে অবগত করবে। প্রতিটি সূরার প্রতিবাদ্য ও মূল বক্তব্য তুলে ধরবে। সূরা থেকে আহরিত বিধিবিধান সম্পর্কে জানান দিবে। সূরায় নিহিত শিক্ষা ও উপদেশের প্রতিও দৃষ্টি আকর্ষণ করবে। বাদ যাবে না কোন ঘটনাও। সংক্ষেপে হলেও তুলে ধরবে তা।
মোটকথা পুরো কুরআনের বক্তব্য ও বয়ান তুলে ধরার প্রয়াস চালাবে এ গ্রন্থটি।