
Cash On Delivery
7 days happy return
Delivery Charge in Dhaka ৳ 50
Delivery Charge Outside Dhaka ৳ 100
Purchase & Earn
গোটা দুনিয়ার অর্থনীতি-চর্চার পরিম-লকে পাল্টে দিয়ে অমর্ত্য সেন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন গত শতকের শেষ তিন দশকজুড়ে। এই অভিধা ও মর্যাদা তাঁকে বহু শতক স্মরণীয় করে রাখার জন্য যথেষ্টও ছিল। কিন্তু এরপরই নিজেকে কেবলমাত্র অর্থনীতিবিদের সীমায় আবদ্ধ না রেখে, অমর্ত্য সেন নৈতিক দর্শন, রাজনীতি ও মানব-ইতিহাসের অলিগলি তালাশেও নামলেন। এবং প্রমাণ করলেন যে, তিনি যেমন আধুনিক অর্থনীতিবিদ্যার শ্রেষ্ঠতম চিন্তকদের অন্যতম-তেমনি দর্শন এবং রাজনীতি-ইতিহাসের একজন বিরল প্রজ্ঞাবান ভাষ্যকার-বিশ্লেষকও বটেন। অমর্ত্য সেন বাস্তব ডামাডোলের ভেতর থেকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে অতিক্রম করে মানববিশ্বে বৈষম্য ও শোষণহীন সামঞ্জস্যের রূপরেখা খোঁজেন। প্রশ্নগুলোর গতিরেখা সচেতন সদিচ্ছাকে সবখানেই আলোড়িত করে। আমরাও নতুন করে ভাবার প্রেরণা পাই। বাংলাদেশের কৃতবিদ্য চিন্তক-অর্থনীতিবিদ সনৎকুমার সাহা এই বইয়ে তুলে ধরেছেন অমর্ত্য সেনের ন্যায়-ভাবনার খতিয়ান, মানুষে মানুষে হিংসাময় দ্বন্দ্বমুখর পরিস্থিতির নিদান আর তা নিরসনে তাঁর বহুমুখী চিন্তা, উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি বিষয়ে অমর্ত্য-ভাবনার বিশ্লেষণ এবং তাঁর ভারত-ইতিহাস অবলোকনের বিচার। অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ছাপিয়ে এখানে উঠে এসেছে এক দার্শনিক-চিন্তক অমর্ত্য সেনের ভাবনাবিশ্ব। যা কিনা শুধু ভারতীয় উপমহাদেশ নয়, গোটা বিশ্বজুড়েই অহিংস, শান্তিময়, সহনশীল ও সমন্বয়বাদী মানবসমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করতে পারে। এখানে মানুষের জীবনবিকাশের যথাযথ ক্ষেত্র প্রস্তুতের কথা ভাবা হয়েছে, যাতে একজন ব্যক্তিমানুষ তার প্রতিভা কিংবা সক্ষমতার দ্বারা নিজের এবং একইসঙ্গে সমাজেরও উন্নয়ন ঘটাতে পারে। সমাজ-অর্থনীতি-রাজনীতি ও উন্নয়ন ভাবনা বিষয়ে অমর্ত্য সেনের সকল ইতিবাচক ভাবনার অনুগামী বা সমর্থক হয়েও তাঁর কোনো কোনো চিন্তা কি সিদ্ধান্তকে ঘিরে তর্ক তুলতেও কোনোরকম দ্বিধা করেননি লেখক। এমনকি ক্ষেত্রবিশেষে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের ভিন্নমতও তুলে ধরেছেন। এই যুক্তিতর্কের আবহ বইটির অন্যতম প্রধান আকর্ষণও বটে। সনৎকুমার সাহার নিবিড় এবং যৌক্তিক পরম্পরানির্ভর সাবলীল ভাষার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ অমর্ত্য সেন পাঠকে আরও সহজ ও অনুভববেদ্য করে তুলবে।
Book Name | অমর্ত্য সেনের মর্ত্য-ভাবনা : অর্থনীতি, ইতিহাস ও সমাজ-রাজনীতি |
Author Name | সনৎকুমার সাহা |
Publisher Name | কথাপ্রকাশ |
ISBN | 9789845101172 |
Edition | 01 Apr, 2021 |
Page No | 118 |
Language | বাংলা |
Country | বাংলাদেশ |