(24/7)

পাঠক সেবা | A Trusted Online Book Shop

নবপ্রকাশ

নবপ্রকাশ

নবপ্রকাশ এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন পাঠকসেবা থেকে।

মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি
মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি
নাজমুস সাকিব

  • ১৮৯২ সালে এক ফরাসি খ্রিষ্টান ফটোগ্রাফার নিজের পরিচয় গোপন রেখে জাহাজে করে চলে আসেন মক্কায়। গোপনে সঙ্গে নিয়ে আসেন সদ্য আবিষ্কৃত একটি ক্যামেরা। কিন্তু আরবভূমিতে তখন ক্যামেরা বহন এবং পবিত্র স্থানের ছবি তোলা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ।


    তবু অদম্য ইচ্ছা নিয়ে এই ফরাসি খ্রিষ্টান ঢোকার চেষ্টা করেন মসজিদে হারামে। তারপর…?


    সেই সাহসী ফটোগ্রাফারের আরবভ্রমণের উত্তেজনাকর কাহিনি নিয়েই রচিত হয়েছে এ বই। তিনি নিজেই বর্ণনা করেছেন তার আত্মবয়ান। বইয়ের প্রতিটি পাতায় পাঠক পাবেন ইতিহাসের অজানা অধ্যায় জানার দুরন্ত স্বাদ।


128 160-20%
৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য
৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য
সালাহউদ্দীন জাহাঙ্গীর

  • বই সংক্ষেপ: নন্দিত লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর সৃষ্টি—৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য।

    বদরযুদ্ধে মক্কার কুরাইশনেতা আবু জাহেলকে হত্যাকারী দুজন সাহাবির ব্যাপারে নিশ্চয় শুনেছেন আপনি। কখনো কি প্রশ্ন জেগেছে—আবু জাহেলকে হত্যা করেন যারা তারা সত্যি নিতান্ত দুজন বালক ছিলেন মাত্র?

    যে নবীজি একাধারে ১৩ বছর বিনীতকণ্ঠে মানুষের দ্বারে দ্বারে ইসলামের বাণী নিয়ে গেছেন, শত অত্যাচার, অপমান আর গলাধাক্কা সত্ত্বেও যিনি সামান্য প্রতিবাদ করেননি; মদিনায় আগমনের এক বছর যেতে না যেতেই কেন তিনি হাতে তুলে নিলেন ধারালো তরবারী? বদরযুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল?

    মাত্র ৩১৩ জন মুসলিমের এক মামুলি সেনাদল, অন্যদিকে রণসজ্জায় সজ্জিত এক হাজার কুরাইশের উদ্ধত বাহিনী। ইতিহাসের গতিপথ বদলে দেয়া এ যুদ্ধজয় আরবের বুকে ইসলামের ভিত এত মজবুতভাবে প্রোত্থিত করেছিল, মাত্র ২০ বছর পর এই বিজয়ী সেনাদলের উত্তরসূরীরা পদানত করেছিল রোম-পারস্যের বিরাট বিরাট সাম্রাজ্য।

    বদরযুদ্ধ নিয়ে অসংখ্য রূপকথা, মিথ, গল্প, উপাখ্যান তৈরি হয়েছে পৃথিবীর নানা জনপদে, বিভিন্ন ভাষায়। সবকিছু ছাপিয়ে হাদিস ও সিরাতের সূত্রনির্ভর ধারাবর্ণনায় রচিত হয়েছে ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ বইটি। প্রাঞ্জল ভাষা, সাহসী গদ্য আর গল্পভাষ্যের টান টান উত্তেজনা নিয়ে সিরাতপাঠের নতুন সংযোজনা।

    একটানে পড়ে ফেলার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা।


340
ISIS : ইনসাইড দ্য আর্মি অব টেরর
ISIS : ইনসাইড দ্য আর্মি অব টেরর
মাইকেল ওয়েইজ, হাসসান হাসসান

  • বই সংক্ষেপ: আইসিসের কথা মনে আছে? মনে আছে পবিত্র কালেমা খচিত কালো পতাকা আর ভারি অস্ত্র হাতে সেই তরুণদের কথা যারা উন্নত দেশের সুখী জীবন-যাপন আর পরিবারের মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছিল ইরাক-সিরিয়ার যুদ্ধ কবলিত অঞ্চলে? জানতে কি ইচ্ছে হয় কীসের নেশায় রক্ত রক্ত খেলায় মেতে ওঠেছিল উচ্চ শিক্ষিত মুসলিম তরুণ সমাজ? জানেন কি কীভাবে উত্থান ঘটেছিল লাভ জিহাদ নামে ভয়ানক এক বিদআতের যার ডাকে সাড়া দিয়েছিল ইউরোপ-আমেরিকার শত শত মুসলিম তরুণী? কারা এই আইএস? কীভাবে তাদের উত্থান? কারা ছিল এদের মদদদাতা? তারপর কয়েক বছর পর আবার কীভাবে উধাও হয়ে গেলো সব? এসব প্রশ্নের উত্তর নিয়ে এই বইটি লিখেছেন সিরিয়ার দুজন লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল হাসানের চমৎকার অনুবাদে বইটি প্রকাশ করেছে নবপ্রকাশ।

    আইএস এবং বিশ্বব্যাপী ‘জিহাদ মুভমেন্ট নিয়ে এর চেয়ে অনুসন্ধানী এবং পক্ষপাতহীন বই আপনি আগে কখনো পড়েননি। আইএস বিষয়ে আপনার অজ্ঞতা দূর করতে এক অবশ্যপাঠ্য বই।


300
গুয়ান্তানামোর ডায়েরি
গুয়ান্তানামোর ডায়েরি
হোসাইন আব্দুল কাদির
  • বই সংক্ষেপ: গুয়ান্তানামো ডায়েরির লেখক হোসাইন আব্দুল কাদের—তাঁর পরিচিতিমূলক উপনাম আবু আব্দুল্লাহ আলবলখি। মূলত আরবি ভাষায় তিনি বইটি লিখেছিলেন। মূল বইয়ের নাম ‘জিকরায়াত মু’তাকাল মিন জোয়ান্তানামো’। ২০০৯ সালে সৌদিআরবের রাজধানী রিয়াদের আল-আবিকান প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশিত হয়। প্রকাশের পর আরববিশ্বে এটি ব্যাপকভাবে সমাদৃত হয়।

    বইটিতে বিনা দোষে আটক হওয়ার পর থেকে মুক্তি পর্যন্ত কারাগারের চার দেয়ালের ভেতর দিনযাপনের নানা স্মৃতিকথা তুলে ধরেছেন লেখক। বর্তমানে তিনি জর্ডানে বসবাস করছেন। বইটি পড়লে পাঠকরা লেখকের গ্রেফতার এবং গ্রেফতার পরবর্তী দৃশ্যপট ও নানা ঘটনা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

    একই সাথে জানতে পারবেন, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে একজন মানুষকে কীভাবে দীর্ঘ আড়াই বছর গুয়ান্তানামোর ভয়াল কারাগারে বন্দী করে রাখা হয়। শুধু এ বইয়ের লেখকই নন, আমেরিকার নেতৃত্বাধীন ‘ওয়ার অন টেরর’ শুরু হওয়ার পর এমন শত সহস্র মুসলিম ব্যক্তিকে বিনা দোষে বছরের পর বছর ধরে আটকে রাখা হয় পৃথিবীর নাম না জানা অসংখ্য কারাগারে। হয়তো আজও অনেকে বিনা দোষে পঁচে মরছে পশ্চিমাদের জিন্দানখানায়।

    এ বই সেই সব নির্দোষ ব্যক্তিদের পক্ষে কিছুটা হলেও পৃথিবীর সামনে সত্য উচ্চারণ করবে।

200
মিরাতুল মামালিক দ্য অ্যাডমিরাল
মিরাতুল মামালিক দ্য অ্যাডমিরাল
সাইয়িদি আলি রাইস


  • বই সংক্ষেপ: ষোড়শ শতকের অটোমান সাম্রাজ্যের একজন নৌসেনাপতির রোমাঞ্চকর ভ্রমণকাহিনি ‘মিরআতুল মামালিক : দ্য অ্যাডমিরাল’। তুর্কি উসমানি খেলাফতের নৌসেনাপ্রধান সাইয়িদি আলি রইসের লেখা অ্যাডভেঞ্চারপূর্ণ গ্রন্থটি সঙ্গত কারণেই লাভ করেছে চিরায়ত ইতিহাসের মর্যাদা। এতে বিবৃত হয়েছে পর্তুগিজ জলদস্যুদের সাথে সংঘটিত অ্যাডমিরালের রোমহর্ষক সমুদ্রযুদ্ধ, জলদস্যুদের তাড়া করতে গিয়ে কূলহারা আরব সাগরের বুকে হারিয়ে যাওয়া, তরঙ্গবিক্ষুব্ধ ভারত মহাসাগরের ভাগ্যরোহিত ভয়াল দিনগুলো, সমুদ্রঝড়ের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা, ভারতবর্ষসহ বিস্তীর্ণ মধ্য ও পশ্চিম এশিয়ার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক চিত্রাবলি, অতি নিকট থেকে দেখা মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক বিবরণসহ আরও নানাপদী পাঠ্যস্বাদ।

    ইরান তুরান খোরাসান কাবুল দিল্লি সিন্ধু গুজরাট বসরা মসুল তিকরিত বাগদাদ বোখারা সমরকন্দসহ এশিয়া মাইনরের বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করেন তিনি। বাংলা ভ্রমণসাহিত্যে বইটি বিশেষ গুরুত্ব রাখার কারণ হলো, লেখক  চট্টগ্রাম উপকূলও ভ্রমণ করেছেন পনেরো শতকের উত্তাল সে সময়টিতে। দিল্লির শাহি প্রাসাদে রাজকীয় অতিথি হিসেবে অবস্থানকালে সম্রাট হুমায়ুনের পরলোকগমন, তার পুত্র আকবরের দিল্লির মসনদে আরোহণ ও সিংহাসন রক্ষার অনেক শাহি কূটচাল অতি নিকট থেকে প্রত্যক্ষ করায় গ্রন্থটি হয়ে উঠেছে চিরায়ত ইতিহাসের জীবন্ত ও অমর দলিল।

    তুর্কি নৌসেনাপ্রধান সাইয়িদি আলি রইস তার ভ্রমণবৃত্তান্তটি রচনা করেছেন তুর্কি ভাষায়। ঐতিহাসিকভাবে সমাদৃত গ্রন্থটি আরবি ইংরেজি স্প্যানিশ রাশান পর্তুগিজসহ পনেরোটির অধিক ভাষায় অনূদিত হয়েছে। তাছাড়া নৌপথের গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বইটি পৃথিবীর অনেক নৌবাহিনীতে বিশেষভাবে পাঠ্য।

    দিগ্বিজয়ী ভ্রমণবৃত্তান্তটি বাংলায় ভাষান্তর করেছেন কবি ও সুলেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর। উপন্যাসের আদলে অনূদিত ভ্রমণকাহিনির অনবদ্য গদ্যে পাঠকের মনে হবে, ইতিহাসের উত্তাল সমুদ্রে অ্যাডমিরালের নৌবহরের সঙ্গে এগিয়ে চলেছেন তিনি নিজেও। দুর্দান্ত ও ভয়ার্ত সব অ্যাডভেঞ্চার যেন চোখের সামনে ঘটে চলেছে।


120
সাদ্দাম হোসাইন : জীবনের শেষ দিনগুলো
সাদ্দাম হোসাইন : জীবনের শেষ দিনগুলো
উইল বার্ডেনওয়ার্পার

  • বই সংক্ষেপ: সাদ্দাম হোসাইন। ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট তাঁর মৃত্যুর এক দশকের বেশি সময় পরও বিশ্বময় আলোচিত এবং সমালোচিত হয়ে আছেন। দীর্ঘমেয়াদে ইরাক শাসনকালে শাসক হিসেবে তাঁর কার্যক্রমের নিন্দা এবং প্রশংসা, দুটোই হয়েছে বেশ।

    কিন্তু একজন মানুষ হিসেব কেমন ছিলেন তিনি? নবপ্রকাশ-এর প্রকাশিত এ বইয়ে মিলবে সেই উত্তর। বইটির আগাগোড়া পাঠে পাঠক সাদ্দাম হোসাইনের এমন এক রূপ ও চরিত্র সম্পর্কে জানতে পারবেন, যা আজ অবধি সবার আড়ালে রয়ে গেছে।

    এই বইয়ের লেখক একজন মার্কিন সেনা, তিনি নিজের চোখে সাদ্দাম হোসাইনকে দেখেছেন খুব কাছ থেকে। বন্দী হওয়ার পর থেকে ফাঁসির কাষ্ঠে সমর্পণ পর্যন্ত ধীরে ধীরে তাঁর নিজের এবং সহকর্মীদের কাছে কীভাবে শ্রদ্ধা ও সম্মানের মানুষ হয়ে উঠেছিলেন বন্দী সাদ্দাম হোসাইন, সেই বর্ণনা পুরো বইয়ে পাঠককে মোহগ্রস্ত করে রাখবে। সন্দেহ নেই, হৃদয়বান পাঠক এই বই পাঠে সাদ্দাম হোসাইনের মানবিক রূপ দেখে বিগলিত হবেন।

    জীবনের শেষ দিনগুলোতে বন্দী থাকাকালে সাদ্দামের দৈনন্দিন জীবনযাপন, তাঁর পছন্দ-অপছন্দ, প্রহরীদের সঙ্গে আচার-আচরণ; আর কীভাবে এই প্রহরীরা হয়ে উঠল তাঁর আপনজন, এমনকি এঁদের সবাই সবসময় কেন ইরাকের সাবেক এই শাসকের প্রতিটা বিষয়ে এত গুরুত্ব দিতেন, তাঁর সঙ্গ পেয়ে সবাই কীভাবে উৎফুল্ল হতেন, আর কেনই-বা সাদ্দামের বিদায়বেলায় এই প্রহরীদের চোখে জ্বলজ্বল করছিল অশ্রু—এসব নিয়ে বইটি লিখেছেন সাদ্দামের মৃত্যুতে শোকাতুর এই প্রহরীসেনা।


345
মিরাতুল মামালিক দ্য অ্যাডমিরাল
মিরাতুল মামালিক দ্য অ্যাডমিরাল
সাইয়িদি আলি রাইস

  • বই সংক্ষেপ: ষোড়শ শতকের অটোমান সাম্রাজ্যের একজন নৌসেনাপতির রোমাঞ্চকর ভ্রমণকাহিনি ‘মিরআতুল মামালিক : দ্য অ্যাডমিরাল’। তুর্কি উসমানি খেলাফতের নৌসেনাপ্রধান সাইয়িদি আলি রইসের লেখা অ্যাডভেঞ্চারপূর্ণ গ্রন্থটি সঙ্গত কারণেই লাভ করেছে চিরায়ত ইতিহাসের মর্যাদা। এতে বিবৃত হয়েছে পর্তুগিজ জলদস্যুদের সাথে সংঘটিত অ্যাডমিরালের রোমহর্ষক সমুদ্রযুদ্ধ, জলদস্যুদের তাড়া করতে গিয়ে কূলহারা আরব সাগরের বুকে হারিয়ে যাওয়া, তরঙ্গবিক্ষুব্ধ ভারত মহাসাগরের ভাগ্যরোহিত ভয়াল দিনগুলো, সমুদ্রঝড়ের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা, ভারতবর্ষসহ বিস্তীর্ণ মধ্য ও পশ্চিম এশিয়ার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক চিত্রাবলি, অতি নিকট থেকে দেখা মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক বিবরণসহ আরও নানাপদী পাঠ্যস্বাদ।

    ইরান তুরান খোরাসান কাবুল দিল্লি সিন্ধু গুজরাট বসরা মসুল তিকরিত বাগদাদ বোখারা সমরকন্দসহ এশিয়া মাইনরের বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করেন তিনি। বাংলা ভ্রমণসাহিত্যে বইটি বিশেষ গুরুত্ব রাখার কারণ হলো, লেখক  চট্টগ্রাম উপকূলও ভ্রমণ করেছেন পনেরো শতকের উত্তাল সে সময়টিতে। দিল্লির শাহি প্রাসাদে রাজকীয় অতিথি হিসেবে অবস্থানকালে সম্রাট হুমায়ুনের পরলোকগমন, তার পুত্র আকবরের দিল্লির মসনদে আরোহণ ও সিংহাসন রক্ষার অনেক শাহি কূটচাল অতি নিকট থেকে প্রত্যক্ষ করায় গ্রন্থটি হয়ে উঠেছে চিরায়ত ইতিহাসের জীবন্ত ও অমর দলিল।

    তুর্কি নৌসেনাপ্রধান সাইয়িদি আলি রইস তার ভ্রমণবৃত্তান্তটি রচনা করেছেন তুর্কি ভাষায়। ঐতিহাসিকভাবে সমাদৃত গ্রন্থটি আরবি ইংরেজি স্প্যানিশ রাশান পর্তুগিজসহ পনেরোটির অধিক ভাষায় অনূদিত হয়েছে। তাছাড়া নৌপথের গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বইটি পৃথিবীর অনেক নৌবাহিনীতে বিশেষভাবে পাঠ্য।

    দিগ্বিজয়ী ভ্রমণবৃত্তান্তটি বাংলায় ভাষান্তর করেছেন কবি ও সুলেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর। উপন্যাসের আদলে অনূদিত ভ্রমণকাহিনির অনবদ্য গদ্যে পাঠকের মনে হবে, ইতিহাসের উত্তাল সমুদ্রে অ্যাডমিরালের নৌবহরের সঙ্গে এগিয়ে চলেছেন তিনি নিজেও। দুর্দান্ত ও ভয়ার্ত সব অ্যাডভেঞ্চার যেন চোখের সামনে ঘটে চলেছে।


120
দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং : রাজকুমারী ৩
দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং : রাজকুমারী ৩
ড. করম হোসাইন শাহরাহি

  • বই সংক্ষেপ: ইতিহাস যুদ্ধ জীবন ধর্ম প্রেম ও হাসি-কান্নার কড়ি গেঁথে নির্মিত এ গ্রন্থ। সময়ের ধূলি আস্তরে চাপা পড়া নিকট অতীতের এক অনবদ্য উপাখ্যান। এ গ্রন্থ এমন এক ইতিহাস তুলে এনেছে যার তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের অবিভক্ত ভারতবর্ষের আসামের রাজা কৃষ্ণকুমার ও বাংলার সুলতান আলি কুলি খানের মাঝে সংঘটিত রোমহর্ষক যুদ্ধের বিস্ময়কর উত্থান-পতনের দাস্তানঋদ্ধ এ গ্রন্থ। বাংলার সুলতানের বীরত্ব ও শৌর্যের কীর্তিগাথা যেমন মোড়ক খুলেছে সাহসী কলমে, তেমনি মুখোশ উন্মোচিত হয়েছে অত্যাচারী রাজা কৃষ্ণকুমারের আদর্শলালিত হিংস্রদের, যারা এই বাংলার বুক থেকে মুছে দিতে চেয়েছিলো ইসলাম ও মুসলমানদের পরিচয়।

    বাংলা-বিহার-উড়িষ্যার ঝঞ্ঝাবিক্ষুব্ধ সে সময়গুলো সত্যের ও তথ্যের নিপুণ মিশেলে এতে জীবন্ত করে তুলেছেন সত্যানুসন্ধানী লেখক ড. করম হোসাইন শাহরাহি। ঐতিহাসিক উপন্যাস-সাহিত্যে একটি অভিনব দিগন্তের উদ্ভাস এ উপন্যাস। তৎকালীন ভারতবর্ষের হিন্দু-মুসলিম দাঙ্গা, দুই সম্প্রদায়ের সামাজিক রীতিনীতি ও রুচির পার্থক্য, মারদাঙ্গা যুদ্ধের রোমহর্ষক দৃশ্যপট, মুখোশের অন্তরালে থাকা কপট ধর্মব্যবসায়ী, সাম্রাজ্যের উত্থান-পতন, রক্তপাত, লালসা, জিঘাংসা, প্রেম, পাশবিকতা ও অনেক কৌতূহলোদ্দীপক কাহিনিচিত্রের সাথে পরিচিত হবেন নিমগ্ন পাঠক।

    মোট পাঁচ খণ্ডের বিশাল আকারের উপন্যাসের প্রথম খণ্ড এটি। উপন্যাসটি বাংলায় অনুবাদ করে বাংলা ঐতিহাসিক উপন্যাস অঙ্গনকে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছেন লব্ধপ্রতিষ্ঠিত লেখক-অনুবাদ কাজী আবুল কালাম সিদ্দীক। তার অনুবাদে পাঠক পাবেন মূলের স্বাদ, অনবদ্য গদ্যের গতিময়তা, শব্দ ও মর্মের প্রাণোচ্ছল কলমুখরতা এবং ইতিহাসের পথ ধরে হেঁটে যাবেন একটি অনুন্মোচিত বাংলাদেশের মানচিত্রে।

    আপনাকে স্বাগতম সাজানো এ উদ্যানে!


161 215-26%
দ্য সিক্রেট অব দ্য টেম্পল : রাজকুমারী ১
দ্য সিক্রেট অব দ্য টেম্পল : রাজকুমারী ১
ড. করম হোসাইন শাহরাহি

  • বই সংক্ষেপ: ইতিহাস যুদ্ধ জীবন ধর্ম প্রেম ও হাসি-কান্নার কড়ি গেঁথে নির্মিত এ গ্রন্থ। সময়ের ধূলি আস্তরে চাপা পড়া নিকট অতীতের এক অনবদ্য উপাখ্যান। এ গ্রন্থ এমন এক ইতিহাস তুলে এনেছে যার তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের অবিভক্ত ভারতবর্ষের আসামের রাজা কৃষ্ণকুমার ও বাংলার সুলতান আলি কুলি খানের মাঝে সংঘটিত রোমহর্ষক যুদ্ধের বিস্ময়কর উত্থান-পতনের দাস্তানঋদ্ধ এ গ্রন্থ। বাংলার সুলতানের বীরত্ব ও শৌর্যের কীর্তিগাথা যেমন মোড়ক খুলেছে সাহসী কলমে, তেমনি মুখোশ উন্মোচিত হয়েছে অত্যাচারী রাজা কৃষ্ণকুমারের আদর্শলালিত হিংস্রদের, যারা এই বাংলার বুক থেকে মুছে দিতে চেয়েছিল ইসলাম ও মুসলমানদের পরিচয়।

    বাংলা-বিহার-উড়িষ্যার ঝঞ্ঝাবিক্ষুব্ধ সে সময়গুলো সত্যের ও তথ্যের নিপুণ মিশেলে এতে জীবন্ত করে তুলেছেন সত্যানুসন্ধানী লেখক ড. করম হোসাইন শাহরাহি। ঐতিহাসিক উপন্যাস-সাহিত্যে একটি অভিনব দিগন্তের উদ্ভাস এ উপন্যাস। তৎকালীন ভারতবর্ষের হিন্দু-মুসলিম দাঙ্গা, দুই সম্প্রদায়ের সামাজিক রীতিনীতি ও রুচির পার্থক্য, মারদাঙ্গা যুদ্ধের রোমহর্ষক দৃশ্যপট, মুখোশের অন্তরালে থাকা কপট ধর্মব্যবসায়ী, সাম্রাজ্যের উত্থান-পতন, রক্তপাত, লালসা, জিঘাংসা, প্রেম, পাশবিকতা ও অনেক কৌতূহলোদ্দীপক কাহিনিচিত্রের সাথে পরিচিত হবেন নিমগ্ন পাঠক।

    মোট পাঁচ খণ্ডের বিশাল আকারের উপন্যাসের প্রথম খণ্ড এটি। উপন্যাসটি বাংলায় অনুবাদ করে বাংলা ঐতিহাসিক উপন্যাস অঙ্গনকে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছেন লব্ধপ্রতিষ্ঠিত লেখক-অনুবাদ কাজী আবুল কালাম সিদ্দীক। তার অনুবাদে পাঠক পাবেন মূলের স্বাদ, অনবদ্য গদ্যের গতিময়তা, শব্দ ও মর্মের প্রাণোচ্ছল কলমুখরতা এবং ইতিহাসের পথ ধরে হেঁটে যাবেন একটি অনুন্মোচিত বাংলাদেশের মানচিত্রে।

    আপনাকে স্বাগতম সাজানো এ উদ্যানে!


180 215-17%
বিদ্রোহী বেগম
বিদ্রোহী বেগম
কানিজ মুরাদ

  • ঐতিহাসিক উপন্যাস “বিদ্রোহী বেগম”


    ৪০০ পৃষ্ঠার বিশাল এই উপন্যাসটি অযোধ্যার বেগম হজরত মহলকে নিয়ে রচিত। ভারতবর্ষের অধিকাংশ রাজা-বাদশাহ ইংরেজদের সঙ্গে আঁতাত করে নিজেদের জীবন বাঁচিয়েছিলেন। ইংরেজদের পারিতোষিকের বিনিময়ে মাথানত করেছিলেন রানি ভিক্টোরিয়ার ক্ষমার সামনে। কিন্তু হজরত মহল একবারের জন্যও চির উন্নত শির নত করেননি। জীবনের শেষদিন পর্যন্ত লড়ে গেছেন অকুতোভয়ে।


    এ গ্রন্থ সেই মহিয়সী নারীর জীবন পাঠকের সামনে উন্মোচন করবে, ইতিহাস যাঁকে বড় একটা সমাদর করেনি কখনো। দেশবিভাগ পরবর্তী হিন্দুত্ববাদী ভারত হজরত মহলের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের আমরণ লড়াইকে পাদপ্রদীপের আলোয় আনতে চায়নি আর। কারণ, তিনি ছিলেন একজন মুসলিম নারী। অথচ তাঁরই সময়কালের আরেক বিদ্রোহী ঝাঁসির রানি লক্ষ্মীবাই ভারতে পরম পূজনীয় হয়ে আসছেন শতাব্দীকাল ধরে। এ যেন নতুন আরেক আধিপত্যবাদ।


    ইন দ্য সিটি অব গোল্ড অ্যান্ড সিলভার-এর লেখক কানিজ মুরাদ নিজেও একজন ভাগ্যাহত রাজকুমারী। বাবা ছিলেন বর্তমান লাহোরের বদলাপুরের রাজার উত্তরপুরুষ। তাঁর মা ছিলেন অধুনালুপ্ত উসমানি খেলাফতের প্রাক্তন সুলতান পঞ্চম মুরাদ-এর বংশধর।


360 600-40%
শেষ সিপাহীর রক্ত
শেষ সিপাহীর রক্ত
নবপ্রকাশ
  • ঔপন্যাসিক জুরজি যায়দান বাংলাভাষী পাঠকের কাছে অপরিচিত নন। এর আগেও বাংলাভাষায় তার একাধিক গ্রন্থ অনূদিত হয়ে প্রকাশ হয়েছে। ঐতিহাসিক ঘটনাকে উপন্যাসের মোড়কে মলাটবদ্ধ করার অভিনব কায়দা-কানুনে তিনি সিদ্ধহস্ত। এ উপন্যাসেও তার ব্যত্যয় ঘটেনি।
    খোলাফায়ে রাশেদিনের শাসনের পর যে সংক্ষুব্ধ সময় ইতিহাসকে রক্তাক্ত করে তুলেছিল, এ উপন্যাস সেই সংক্ষুব্ধ সময়কে পাঠের আলোয় নিয়ে এসেছে। একদিকে খেলাফতে রাশেদার পদছাপকে আঁকড়ে ধরে কাবার দুয়ারে সিনাটান করে দাঁড়িয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, অন্যদিকে উমাইয়া সা¤্রাজ্যের ক্ষমতালোভী শাসকগণ খেলাফতের কেন্দ্রবিন্দু ধুলিস্যাৎ করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগে ছিল বদ্ধপরিকর। রক্তের বন্যা বয়ে যেতে লাগল পবিত্র শহরের গলি গলিতে।
    সেই সময়ের নিষ্পাপ এক প্রেমকাহিনির হাত ধরে পাঠক প্রবেশ করবেন খেলাফত রক্ষার সাহসী সংগ্রামে। আশা করি ইতিহাস ও উপন্যাস পাঠক সকলেই উদ্দীপ্ত হবে এই অনবদ্য গ্রন্থপাঠে।

300
এই আমাদের গল্প
এই আমাদের গল্প
সালাহউদ্দীন জাহাঙ্গীর
  • মাসিক নবধ্বনির গল্প সংকলন। নানা স্বাদের একগুচ্ছ গল্পে সাজানো মলাটবদ্ধ হীরা-মুক্তো।

200
ইজ্জুদ্দিন ইবনে আবদুস সালাম
ইজ্জুদ্দিন ইবনে আবদুস সালাম
আলীজাহ মুহাম্মাদ সামানীন
  • বই সংক্ষেপ: ইজ্জুদ্দিন ইবনে আবদুস সালাম। ছিলেন ইতিহাসের এক অকুতোভয় ফকিহ। তাঁর অতুল্য জ্ঞানসাধনা আর আপোসহীন বিচারিক জীবন ও কর্ম তুলে এনেছেন আলীজাহ মুহাম্মাদ সামানীন।

    তিনি ইতিহাসের বিক্ষুব্ধ সময়গুলো পার করেছেন। সমরনীতির তখন জয়জয়কার অবস্থা। যুদ্ধের হুংকারে পৃথিবী থরথর করে কেঁপেছে সে সময়ে। মানচিত্রের প্রভাবশালী জমিদার হিসেবে মুসলিমরা তখন সবার লোভাতুর নজরে। একদিকে মঙ্গোল ঝড়, অন্যদিকে খ্রিষ্টানদের সঙ্গে ধর্মযুদ্ধ। পাশাপাশি মুসলিমদের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ছিল চোখে পড়ার মতো। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে মুসলিম বিশ্বের সার্বিক কল্যাণ মুখ থুবড়ে পড়াটাই স্বাভাবিক।

    এত ঝড়ঝাপটার মধ্যেও ইসলাম পৃথিবীকে উপহার দিয়েছে জ্ঞান এবং প্রজ্ঞার পুরোধা ব্যক্তিত্ব। ইতিহাসবিদ, ইসলামি আইনবিশারদ, হাদিসশাস্ত্রের বরেণ্য নক্ষত্র, কোরআনের ব্যাখ্যাকার, ভূগোলবিদ, তুলনামূলক ধর্মতত্ত্বে পারদর্শী ব্যক্তিসহ জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের বিচরণ ছিল অত্যন্ত প্রভাবশালী। সময়ের এত সব মনীষীর মধ্যে ইমাম ইজ্জুদ্দিন ছিলেন প্রথম সারির জ্ঞানসাধক। ছিলেন একাধিক বিষয়ের শাস্ত্রজ্ঞ ও পণ্ডিত। খ্রিষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর একজন কিংবদন্তি তিনি। তাঁর জীবনীকারগণ তাঁকে নিয়ে নিরন্তর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    শায়খের ইলমি জীবন এবং রচনাবলির ব্যাপারে যৎসামান্য আলোচনা এসেছে। তাও জীবনঘনিষ্ঠ আলোচনার ফাঁকে। তিনি যেসব শাস্ত্রের শাস্ত্রজ্ঞ ছিলেন এবং যেসব বিষয়ের ওপর তাঁর রচনা বিদ্যমান, তার প্রতিটির ওপর মুসলিম বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের গবেষণাপত্র বিদ্যমান রয়েছে।

195 260-25%
উমর ইবনে আব্দুল আজিজ
উমর ইবনে আব্দুল আজিজ
আব্দুল্লাহ আল মাসুম
  • বই সংক্ষেপ: সময়ের প্রবল ঝঞ্ঝা উপেক্ষা করে কীভাবে প্রবল বিশ্বাসে দোদুল্যমান তরীর দাঁড় বাইতে হয়, উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ ছিলেন তাঁর প্রকৃষ্ট উদাহরণ। উমাইয়া রাজবংশের প্রতাপে মানুষ যখন ভুলতে বসেছিল খোলাফায়ে রাশেদার স্বর্ণকাল, তিনি এসে এক ঝটকায় আবার সকলের স্মরণে সেই স্মৃতি জাগরুক করে তোলেন। ইতিহাসে তাই তাঁর নাম লেখা আছে অমর হয়ে।

    উমর ইবনে আবদুল আজিজ আমাদের চেতনার এক অত্যুজ্জ্বল মশাল। তাঁর জীবন আমাদের এ শিক্ষা দেয় যে, সৎশাসন এবং সত্যের পতাকা নির্ভয়ে ঊর্ধ্বে তুলে ধরা মুসলিমদের জন্য প্রত্যেক যুগেই এক আবশ্যিক কর্তব্য। কর্তব্য পালনের পথে শাসকের রক্তচক্ষু কিংবা সময়ের দুর্বিপাক যত তীব্রই হোক, তা উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।

    তিনি উমাইয়া খেলাফতকে নববি ধারায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। কিন্তু ভোগবাদে মত্ত উমাইয়া বংশের উচ্চাভিলাষী কুচক্রী মহল তাঁকে বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়নি। বিষপ্রয়োগে হত্যা করা হয় তাঁকে। এরপর সবকিছু আবার আগের মতো চলতে থাকে।

    ওয়ালিদের পরে তাঁর আপন ভাই সুলাইমান ইবনে আবদুল মালিক খেলাফতের দায়িত্বে আসেন। উমর ইবনে আবদুল আজিজ তাঁর রাজদরবারের উপদেষ্টা ছিলেন। সুলাইমানের পর তাঁর কোনো উপযুক্ত পুত্র না থাকায় তিনি ওসিয়ত লিখে উমর ইবনে আবদুল আজিজকে পরবর্তী খলিফা মনোনীত করে যান। উমর ইবনে আজিজ খলিফা হওয়ার পর মুসলিম খেলাফতে সংস্কারের ঝড় বয়ে যায়। খোলাফায়ে রাশেদিনের যুগে ফিরতে শুরু করে খেলাফত। এখান থেকেই বক্ষ্যমাণ গ্রন্থের সূচনা।

    এ মহান খলিফার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের অতীত গৌরব এবং খেলাফতের প্রাণশক্তির আবশ্যিকতা। লেখক আব্দুল্লাহ আল মাসূম দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার পর রচনা করেছেন বইটি। তুলে এনেছেন ইতিহাসের অবশ্যপাঠ্য এক সত্য ইতিহাস।

260
গুয়ান্তানামোর ডায়েরি
গুয়ান্তানামোর ডায়েরি
হোসাইন আব্দুল কাদির

  • বই সংক্ষেপ: গুয়ান্তানামো ডায়েরির লেখক হোসাইন আব্দুল কাদের—তাঁর পরিচিতিমূলক উপনাম আবু আব্দুল্লাহ আলবলখি। মূলত আরবি ভাষায় তিনি বইটি লিখেছিলেন। মূল বইয়ের নাম ‘জিকরায়াত মু’তাকাল মিন জোয়ান্তানামো’। ২০০৯ সালে সৌদিআরবের রাজধানী রিয়াদের আল-আবিকান প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশিত হয়। প্রকাশের পর আরববিশ্বে এটি ব্যাপকভাবে সমাদৃত হয়।

    বইটিতে বিনা দোষে আটক হওয়ার পর থেকে মুক্তি পর্যন্ত কারাগারের চার দেয়ালের ভেতর দিনযাপনের নানা স্মৃতিকথা তুলে ধরেছেন লেখক। বর্তমানে তিনি জর্ডানে বসবাস করছেন। বইটি পড়লে পাঠকরা লেখকের গ্রেফতার এবং গ্রেফতার পরবর্তী দৃশ্যপট ও নানা ঘটনা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

    একই সাথে জানতে পারবেন, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে একজন মানুষকে কীভাবে দীর্ঘ আড়াই বছর গুয়ান্তানামোর ভয়াল কারাগারে বন্দী করে রাখা হয়। শুধু এ বইয়ের লেখকই নন, আমেরিকার নেতৃত্বাধীন ‘ওয়ার অন টেরর’ শুরু হওয়ার পর এমন শত সহস্র মুসলিম ব্যক্তিকে বিনা দোষে বছরের পর বছর ধরে আটকে রাখা হয় পৃথিবীর নাম না জানা অসংখ্য কারাগারে। হয়তো আজও অনেকে বিনা দোষে পঁচে মরছে পশ্চিমাদের জিন্দানখানায়।

    এ বই সেই সব নির্দোষ ব্যক্তিদের পক্ষে কিছুটা হলেও পৃথিবীর সামনে সত্য উচ্চারণ করবে।

    লেখকের বয়ান—

    “এই বইয়ের অনেক কথা হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে মনে করবেন—এ সবই অতিকথন মাত্র। কিন্তু আমি এসব প্রত্যক্ষ করেছি এবং এসব ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আরবিতে একটি প্রবাদ আছে—‘যে শোনে সে তার মতো নয়, যে দেখেছে’।”


200
মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিষ্টানের দিনলিপি
মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিষ্টানের দিনলিপি
জুলেস জার্ভিস কোর্তেলোমো

  • বই সংক্ষেপ: মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিষ্টানের দিনলিপি বইটি নানা কারণে ইসলামি ইতিহাসে গুরুত্বপূর্ণ। একদিক থেকে বইটি তুলে এনেছে আজ থেকে শত বছর আগের মক্কা নগরীকে, তেমনি তুলে ধরেছে সে সময়কার আরবীয় জীবনের অসংখ্য ঘটনাপ্রবাহকে। তখনকার হজযাত্রা কীভাবে হতো, কেমন কষ্টকর ছিল হাজিদের হজগমন, মসজিদে হারাম এবং মক্কা নগরী কীভাবে আপ্যায়ণ করতো আগত হাজিদের—এমন সব বিষয় আনুপুঙ্খিকভাবে বিবৃত হয়েছে এ বইয়ে।

    লেখক জুলেস জার্ভিস কোর্তেলোমো ছিলেন একজন ফরাসি আলোকচিত্রী (ফটোগ্রাফার)। আলোকচিত্রশিল্প তখন কেবল আবিষ্কৃত হয়েছে পশ্চিমা পৃথিবীতে। মানুষ তখনও এ শিল্প সম্পর্কে খুব বেশি ওয়াকিফহাল ছিল না। বিশেষত আরবের মানুষ এ বিজ্ঞান সম্পর্কে ছিল একেবারেই বেখবর। এ কারণে ধর্মীয় রক্ষণশীলতার জন্য আরবে তখন ছবি তোলা রাষ্ট্রীয়ভাবে আইনত নিষিদ্ধ। কিন্তু আলোকচিত্রী কোর্তেলোমোর ইচ্ছা ছিল, তিনি প্রথম আলোকচিত্রী হিসেবে এই পুণ্যময় নগরী ও মসজিদে হারামের ছবি তুলবেন। এ কারণেই ছদ্মবেশে তার মক্কাগমন।

    অবশ্য এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে তার পূর্বেকার জীবনের নানা ঘটনা। শৈশবেই তিনি মাতৃভূমি ফ্রান্স থেকে মা-বাবার সঙ্গে পাড়ি জমান আলজেরিয়ায়। শৈশব-কৈশোর এবং তারুণ্যের অনেকটা সময় তিনি বসবাস করেন সেখানে। ফলে সেখানকার মুসলিম ধর্মীয় রীতি-নীতি এবং সংস্কৃতি তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। এই আকর্ষণের ফলেই তিনি দুঃসাহসী অভিযাত্রার সংকল্প করেন এবং অনেক ঝড়-ঝঞ্ঝা পাড়ি দিয়ে তিনি তার সংকল্প সফল করতে সক্ষম হন। এ বই তার সে দুঃসাহসী অভিযাত্রারই আত্মবয়ান।


160
মুফতী ফজলুল হক আমিনী রহ. : জীবন ও সংগ্রাম
মুফতী ফজলুল হক আমিনী রহ. : জীবন ও সংগ্রাম
কেইথ ইভান্স

  • বই সংক্ষেপ: মুফতী ফজলুল হক আমিনী রহ.। তিনি ছিলেন প্রত্যয়দীপ্ত এক কণ্ঠস্বর। ইসলামের পক্ষে যেকোনো বিপ্লবে তিনি গর্জে ওঠতেন সিংহের মতো। ইসলাম ও দেশ-মাতৃকার বিপক্ষে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, তিনি সবার আগে রাজপথে নেমে এসেছেন। আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে তিনি হয়ে ওঠেছিলেন বাংলাদেশে ইসলামের কিংবদন্তীতুল্য ধর্মীয় নেতা।


    তিনি ছিলেন বিশাল মহীরুহের মতো। বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার কাছে তিনি ছিলেন সার্বজনীন এক অভিভাবকের মতো। ইসলার রক্ষার যে কোনো আন্দোলন-সংগ্রামে তার তেজস্বী লড়াকু পদক্ষেপ বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিতো সেই সুদূর অতীতের সোনালি মানুষদের কথা।


    রাজনীতি, শিক্ষা বিস্তার, হাদিস শিক্ষাদান এবং পথহারা মানুষের হেদায়েতের জন্য বাংলার প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন প্রতিনিয়ত। বাংলাদেশের শাসকগোষ্ঠী যখনই ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, তখন সবার আগে যার উচ্চকণ্ঠ শোনা গেছে—তিনি মুফতী আমিনী। তার ভয়ে সদা শঙ্কিত থাকতো শাসকের মসনদ। এক আল্লাহ ছাড়া পরোয়া করার মতো তার সামনে কেউ ছিলো না। তিনি ছিলেন আল্লাহর নির্ভীক সৈনিক।


    বাংলার এই অপরাজেয় কিংবদন্তিকে নিয়ে নবপ্রকাশ প্রকাশ করেছে ‘মুফতী ফজলুল হক আমিনী রহ. : জীবন ও সংগ্রাম’ নামের একটি প্রামাণ্যগ্রন্থ। মুফতী ফজলুল হক আমিনী রহ.-কে নিয়ে প্রকাশিত একমাত্র পরিপূর্ণ গ্রন্থ।

    মুফতী আমিনী রহ.-এর জীবন, সংগ্রাম ও কর্ম নিয়ে লিখেছেন তার ছেলে, স্বজন, বরেণ্য উলামা, নিকটজন, সহকর্মী, সহযোদ্ধা, ছাত্র, শুভাকাক্সক্ষী, সাংবাদিক, কলামিস্টসহ দেশের প্রখ্যাতজন। তুলে ধরেছেন সবার সামনে অন্য এক মুফতী আমিনীকে। তাঁর জী

225 300-25%
এ জীবন পূণ্য করো
এ জীবন পূণ্য করো
সালাহউদ্দীন জাহাঙ্গীর

  • এর আগে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল নামে এই তরিকার একটি পুস্তক লিখেছেন সালাহউদ্দীন জাহাঙ্গীর। কিশোর-তরুণদের জন্য লেখা। বক্ষ্যমান পুস্তকটিও একই তবকার। নিজের ব্যক্তিগত চিন্তা-ভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, অব্যক্ত কথাযেগুলো জনসম্মুখে বলা যায় না, সেসব অকপটে বলা হয়েছে এ জীবন পুণ্য করো বইয়ে। অতি আশাবাদের কথা হলো, অদূর ভবিষ্যতে এই তবকার আরও পুস্তকাদি প্রকাশ হবে এবং সেগুলোতে স্পর্ধিত কথাবার্তার শোরগোল থাকবে আরও অধিক।


    লেখালেখি সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর কাছে অত বেশি সিরিয়াস বিষয় না। মানুষের জীবন অনেক বেশি বিস্তৃত, বিশাল তার ব্যাপ্তি। সেই বিশালতার কাছে শিল্প-সাহিত্য, সুকুমারবৃত্তি, আর্ট-কালচার অনেক সময় জগদ্দল হয়ে পড়ে থাকে। তার কোনো মূল্যমান থাকে না। তবু জীবন বিউটিফুল। সেই জীবনকে পুণ্য করে তোলাই লেখকের ব্রত। লেখা বা লেখক নিয়ে ভাবাভাবির কিছু নেই।


    সালাহউদ্দীন জাহাঙ্গীর জানিয়েছেন, এ পুস্তক কাউকে কোনো পথ দেখাবে না, বিপথগামীও করবে না। এ পুস্তক সাধারণ কিছু পার্থিব অক্ষরের মধ্য দিয়ে অপার্থিব-অলৌকিক এক জীবনের কথা বলেছে। এজন্য এ পুস্তককে মসিহা মনে করার কোনো কারণ নেই। এ পুস্তক সাধারণ্যের মাঝে থেকেও এক অনন্ত পুণ্যময় জীবনের কথা বলেছে মাত্র। এ ভিন্ন আর কি-ই বা করার ছিল!


144 188-24%
আকাশ মেঘমালা
আকাশ মেঘমালা
সালমা সাহলি

  • কিছু গল্প, যেন আমাদের সময়ের কথা বলে। আমরা যে জীবন নিয়ে হেঁটে চলি দীর্ঘ দীর্ণ পথ, গল্পের চরিত্রেরা আমাদের সঙ্গেই চলে। তারা আমাদের সঙ্গ দেয়, আমাদের হাসায়, কখনো অশ্রুজলে ভাসিয়ে নেয় প্লাবনের মতো।

    জীবনের গল্পগুলোই তো এমন। প্রতিটি মানুষের যাপিত জীবনের যে গল্প, সে গল্পই তো রূপ নেয় গল্প-উপন্যাসে, কখনোবা হয় ইতিহাস।

    লেখক সালমা সাহলি আমাদের সেইসব গল্পই বলেছেন তার ‘আকাশ মেঘমালা’ গল্পগ্রন্থে। গল্পগুলো পড়লে মনে হবে, এ যেন আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রতিদিনকার জীবনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে অক্ষরের জবানবন্দিতে।

    প্রতিটি গল্প তাই গল্প ছাড়িয়ে হয়ে উঠেছে জীবন্ত, আমাদের প্রতিদিনকার জীবনের মতো সত্য ও শাশ্বত।


128 160-20%
Home
Categories
Cart
Account