(24/7)

পাঠক সেবা | A Trusted Online Book Shop

অশ্রু প্রকাশন

অশ্রু প্রকাশন এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন পাঠকসেবা থেকে।

রমাদান প্রিপারেশন
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
  • নবী কারিম (সাঃ) যখন রজব মাসের চাঁদ দেখতেন, তখন এই দোয়া করতেন,
    “হে আল্লাহ, আমাদের রজব এবং শা’বান মাসে ভরপুর বরকত দান করুন, এবং রমাদান মাসে পৌঁছার তৌফিক দান করুন।
    (মাজমাউয যাওয়ায়েদ: ২/১৬৫)

    অর্থাৎ, আমাদের জীবন প্রদীপ এতোটুকু দীর্ঘ করুন যেন রমাদান মাস নসিব হয়। ভেবে দেখুন, রমাদানের দু’মাস পূর্বেই কতো আগ্রহ উদ্দীপনা ও অপেক্ষা এ মাসকে পাওয়ার। যার জন্য স্বয়ং রাসূলে আরাবি (সাঃ) দোয়া করেছেন। যেন এ মাস আল্লাহ নসিব করেন। এ কাজ ঐ ব্যক্তিই করতে পারেন যিনি রমাদানের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে যথাযথ অবগত আছেন।

75 100-25%
নামাজে মনযোগ ধরে রাখার উপায়
মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
  • পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ্‌ তায়ালা ফরজ করেছেন। যে ভাল করে ওজু করবে, সময় মত নামাজ আদায় করবে, রুকু ঠিক ঠিক আদায় করবে এবং পরিপূর্ণ মনোযোগি হবে, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে, আল্লাহ্ তাকে ক্ষমা করে দিবেন। অপরপক্ষে যারা এরূপ করবে না, তাদের জন্য আল্লাহর কোন অঙ্গীকার নেই। তিনি ইচ্ছা করলে তাদের ক্ষমা করবেন, অন্যথায় শাস্তি দেবেন। [আবু দাউদ : ৪২৫]

75 100-25%
ইসলামে বিয়ে সহজ
শাইখ আব্দুল্লাহ ইবনে জারুল্লাহ রহিমাহুল্লাহ
  • রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, সে যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবে তার সাথে (তোমাদের পাত্রীর) বিয়ে দিয়ে দাও। তা না করলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তার মাঝে কিছু (ক্রটি) থাকলেও কি (এটা-ই করতে হবে)? তিনি বললেন, তোমাদের নিকটে যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্র পছন্দ হয়, সে লোক তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করলে তার সাথে বিয়ে দিয়ে দাও। (বর্ণনাকারী বলেন) একথা তিনি তিনবার বললেন।
    -তিরমিজি: ১০৮৫, ১০৮৪ ; ইবনে মাজাহ: ১৯৬৭

184 246-26%
ইনতিযার
ইলয়াস হায়দার
  • “ইনতিযার” বই হতে :

    শব্দ হরফ সালাম জানায়

    নিত্য তাহার শানে—

    তাঁর স্তুতি আর বন্দনা গাই

    কাব্যে এবং গানে।

    হৃদয় কাবায় তাঁহার ছবি

    ফুল হয়ে রোজ ফোটে,

    দরুদপাঠের জল মেখে দিই

    সেই ফুলেরই ঠোঁটে।

    তাঁর নামেতে ইশকে ডুবে

    মজনু হয়ে যাই—

    আশিক তাঁহার অন্য আমার

    নাই পরিচয় নাই।

    শয়নকালে চাই যে আসুক;

    স্বপ্নে আমার তিনি,

    তাঁর মোবারক কদম তলে

    জীবন আমার ঋণী।

    রক্তমাখা বদন নিয়ে

    তাঁর দুয়ারে এসে—

    বলবো জীবন পুণ্য হলো

    তোমায় ভালোবেসে।

    তিনি আমার ধ্যানের হেরা

    শ্রেষ্ঠ প্রেমাস্পদ—

    তিনি আমার পেয়ারা হাবীব

    রাসূল মুহাম্মদ।

136 182-26%
একমুঠো ভালোবাসা
ইলয়াস হায়দার
  • রাতই প্রিয়তমা।’ আসলেই। রাত না থাকলে, আমাদের বুকের দীর্ঘশ্বাসগুলো কোথায় আড়াল করতাম?!

    দিনের আলোয় হাসিখুশি থাকা মানুষটাই, রাতের আঁধারে কী যে নিঃসঙ্গতায় দগ্ধ হয়— রাত জানে, আর জানেন রাতের যিনি স্রষ্টা, তিনি। কুরআনে তাই তো তিনি বলেছেন— ওয়া জা‘আলনাল লাইলা লিবাসা। আর রাতকে আমি আবরণ বানিয়েছি।

    বিছানা ছেড়ে উঠার সময়েই ঘুম ভেঙে যায় সুরাইয়ার। কিন্তু ঘুমের বাহানায় পড়ে থাকে সে। আড়চোখে দেখছিলো স্বামীর অস্থিরতা। সন্ধ্যা থেকেই স্বামীর মনখারাপ লক্ষ করেছে। কী গো, তোমাকে এতো মনমরা দেখাচ্ছে কেন? খাবারের টেবিলে বসে প্রশ্নটা করেছিলো। ফাহাদ উত্তর দেয় নি। তারপর আর প্রশ্ন করে নি সুরাইয়া। খেয়েদেয়ে শোবার সময় আবার জিজ্ঞেস করলো— কী হয়েছে তোমার, বলো না প্লিজ! তোমার মনখারাপ দেখলে আমার ভালো লাগে বলো? বলো না কী হয়েছে।

    আচ্ছা আমি কোনো অপরাধ করেছি? নাকি কেউ তোমাকে কিছু বলেছে? কারো সাথে তো তোমার সামান্য ঝগড়াও হয় না। তাহলে কী হতে পারে, কী হতে পারে? ভাবতে ভাবতে সুরাইয়া আবার জিজ্ঞেস করে— আচ্ছা তোমার কাপড়গুলো ইস্ত্রি করতে ভুলে গিয়েছিলাম। সেজন্য রাগ করেছো?

    ফাহাদ কেমন নিরামিষভাবে, শীতল গলায় বলে— ঘুমাও তো। তুমিও ভালো করেই জানো, এসবের জন্য আমি কখনো মনখারাপ করি না। একটু পেরেশানি। দুয়া করো শুধু।

    : না, আমাকে শুনতেই হবে। উঁহু হু হু…

    অভিমান ঝরে পড়ে সুরাইয়ার কণ্ঠে।

    : উফফ, জেদ করো না তো সুরাইয়া।

    ঝাঁজ মিশিয়ে উত্তর দেয় ফাহাদ।

    সুরাইয়ার খুব কান্না পায়। প্রিয় মানুষটার মন খারাপ, তার কি ভালো লাগে? এতো চেষ্টা করেও কারণটা জানতে পারলাম না। ফাহাদ এমন কেন? কষ্টের বা অপ্রীতিকর কিছুই

102 136-25%
Home
Categories
Cart
Account