(24/7)

পাঠক সেবা | A Trusted Online Book Shop

সমকালীন প্রকাশন-somokalin prokashon

সমকালীন প্রকাশন-somokalin prokashon

সমকালীন প্রকাশন-somokalin prokashon এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন পাঠকসেবা থেকে।

ওপারেতে সর্বসুখ
ওপারেতে সর্বসুখ
আরিফুল ইসলাম
  • ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য কতই না তোড়জোড় আমাদের! সুখের খোঁজে আমরা ঠিক যেন যন্ত্রের মতো ছুটে চলি সারাদিন সারাবেলা। বিলাসবহুল বাড়ি, দৃষ্টিনন্দন গাড়ি আর অফুরান অর্থকড়ি—সত্যিই কি আমাদের জীবনে সুখ এনে দিতে পারে? না, কখনোই নয়। দুনিয়া কখনো পরম সুখপ্রাপ্তির স্থান নয়। আসল সুখের ঠিকানা একমাত্র জান্নাত। কেবল সেখানে গেলেই ঘুচে যাবে সব অভাব-অনটন, দূর হবে সকল দুঃখ-কষ্ট আর না-পাওয়ার বেদনা।

    কী আছে সেই জান্নাতে? কেন জান্নাত এত বেশি আকাঙ্ক্ষিত? কীভাবে যাওয়া যাবে সেখানে? কারা যেতে পারবে? কারা পারবে না?—এসব নিয়েই আমাদের এবারের আয়োজন ‘ওপারেতে সর্বসুখ’ বইটি।

172
নানান রঙের মানুষ (১৮টি গল্প)
নানান রঙের মানুষ (১৮টি গল্প)
রেহনুমা বিনতে আনিস
  • বিচিত্র মানুষের বসবাস আমাদের চারপাশে। চলার পথে তারা গল্প করে, গল্প বানায়, গল্প গাঁথে। সেসব গল্পে উঠে আসে জনমানুষের কথা, জীবনের কথা। প্রাণ এবং প্রণোদনার কথা। উৎসাহ এবং উদ্দীপনার কথা। কিছু গল্প ভাবায়, অনুপ্রেরণা দেয়, শক্তি যোগায়। আমাদের আহ্বান করে কল্যাণের দিকে ধাবিত হওয়ার। জীবনকে নতুন করে গড়ে তোলার। সেরকম কিছু গল্প দিয়েই সাজানো 'নানান রঙের মানুষ'

185
ইমাম শাফিয়ি (রা.) জীবন ও কর্ম
ইমাম শাফিয়ি (রা.) জীবন ও কর্ম
আকরাম হোসাইন
  • জ্ঞানের রাজ্যে ডুব দেবার এক নিরন্তর অভিযান, এক অদম্য জীবনের গল্প। কখনো কেবল একটি হাদিসের জন্য তারা ছুটে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে, কখনো-বা রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন কোনো একটি আয়াতের নিগূঢ় অর্থ উদ্ভাবনে। তারা ছিলেন প্রাণবন্ত। সদা উৎফুল্ল। তাদের রাতগুলো ছিল ইবাদতময়। দিনগুলো কর্মমুখর। কুরআনের সাথে তাদের যেন গভীর এক মিতালি। নিঃসন্দেহে তারা সুন্নাহর অতন্দ্র প্রহরী। সত্যের এক প্রকৃত বন্ধু। মিথ্যার ঘোরতম শত্রু। তারা আমাদের মহান ইমাম। আমাদের পূর্বসূরি। সেই মানুষগুলো, যারা আলোকিত করে গেছেন আঁধারকালো পথ; দেখিয়েছেন সহজ-সরল পন্থা। আমাদের জন্য জ্ঞানরাজ্যের সকল দ্বার উন্মুক্ত করে যাওয়া সেই মহান মানুষগুলোর জীবনী আমরা মলাটবদ্ধ করেছি ‘ইমাম সিরিজ’-এ।

243
প্রোডাক্টিভিটি লেসনস
প্রোডাক্টিভিটি লেসনস
শাইখ মাশআল আব্দুল আজিজ আল-ফাল্লাহি
  • যদি মহান আল্লাহর ওপর ভরসা করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে জীবনপথে অগ্রসর হতে চান, যদি মনপ্রাণ ঢেলে দিয়ে প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান, যদি মেধাকে আরো বেশি বিকশিত করতে চান, তবে এ বইটির চেয়ে ভালো বন্ধু আর একটিও খুঁজে পাবেন না আপনি। এ বইয়ের চমৎকার টিপস এন্ড ট্রিকস আপনার জীবনে ভিন্ন মাত্রা এনে দেবে।

152
জবাব ২
জবাব ২
মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
  • নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন, অভিযোগ আর আপত্তির প্রতিউত্তর নিয়েই রচিত হলো ‘জবাব। চিন্তাশীল, ভাবনা-জাগানিয়া, গবেষণাধর্মী লেখার সমৃদ্ধ একটি সংকলন এটা। প্রাণোচ্ছলে ভরপুর একঝাঁক তরুণ লেখকের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই গ্রন্থ। ২০১৩ সালের শেষ দিকে হঠাৎ করে কমিউনিটি ব্লগগুলো এদেশে বেশ পরিচিতি পেতে শুরু করে। অসংখ্য মানুষ শখের বশে লেখালেখি আর সময় কাটানোর মাধ্যম হিসেবে যুক্ত হতে থাকে সেসব ব্লগে। বলা বাহুল্য—এ সুযোগটিকে চমৎকারভাবে লুফে নেয় বাংলার তথাকথিত নাস্তিক-মহল। সে সময়ে নাস্তিকরা যতটা সাড়ম্বরে ব্লগের জগতে আসে, চিন্তাশীল মুসলিমদের পদচারণা ছিল ততটাই নির্জীব। অবশেষে ২০১৮ সালের পর থেকে কিছু তরুণ মুসলিম ভাইদের দৃঢ় প্রচেষ্টা এবং তাদের বিশ্বাসের কথাগুলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের এবারের প্রয়াস—‘জবাব ২.০।

295
ইজ মিউজিক হালাল?
ইজ মিউজিক হালাল?
ড. গওহর মুশতাক
  • এ বইটি মুসলিম-অমুসলিম, যুবক-বৃদ্ধ, ছাত্র-শিক্ষক নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য চমৎকার একটি রচনা। মিউজিক কেউ ভালোবাসুক বা না বাসুকগ্রন্থটির পরিসর সবাইকে ঘিরেই। ইসলামে মিউজিকের প্রকৃত অবস্থান জানানো এবং অন্বেষণকারীদের জন্য তিয়াস নিবারণ গ্রন্থটির প্রধান উদ্দেশ্য। তবে ধর্মীয় সূত্র ছাড়াও এখানে স্থান পেয়েছে সামাজিক, ঐতিহাসিক এবং চিকিৎসাবিজ্ঞান থেকে সংগৃহীত অসংখ্য দলিল-প্রমাণ। ফলে বইটির গ্রহণযোগ্যতা বেড়ে গেছে বহুগুণে। মিউজিক ও ইসলাম সম্পর্কে আমাদের না জানা, না বোঝা কিংবা ভুল বোঝার অবসান আবদ্ধ রয়েছে এই দুই মলাটের মধ্যে।

350
তিনিই আমার প্রাণের নবি (সা.)
তিনিই আমার প্রাণের নবি (সা.)
শাইখ আলী জাবির আল-ফাইফি
  • ‘তিনিই আমার প্রাণের নবি (সা.)’
    .
    শাইখ আলী জাবির আল ফাইফী রচিত এই বইয়ের পরতে পরতে পাঠক নবীজিকে নতুন ভাবে চিনবেন। দেখবেন, তিনি এসেছেন মহানুভুবতা, ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক হয়ে। জানবেন, তার শুভামন ঘটেছে মহান রবের পক্ষ থেকে এক আলো-ঝলমলে বার্তা নিয়ে, যে আলোয় ভেসে যায় সমস্ত অনাচার, মুছে যায় সব মিথ্যে উপাস্যের ঠুনকো অস্তিত্ব। তিনি জানেন ভালোবাসা ছড়িয়ে দিতে। তিনি জানেন সকলের মাঝে ভালোবাসার বীজ বুনে দিতে।
    .
    বইয়ের প্রতিটি পরিচ্ছেদ পড়ার সময় পাঠকমনে একটি কথাই বার বার প্রতিধ্বনিত হবে: তিনিই আমার নবী, তিনিই আমার প্রাণের নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

186
আদর্শ ফ্যামিলি সিরিজ
আদর্শ ফ্যামিলি সিরিজ
শাইখ ড. আব্দুল কারিম বাক্কার হাফিযাহুল্লাহ
  • পরিবার আমাদের প্রথম পাঠশালা। আমাদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের সবুজ কানন। মা-বাবা এবং পরিবারের বড় সদস্যরা হলেন আমাদের প্রথম শিক্ষক। যে শিক্ষা আমরা পরিবার থেকে পাই, জীবনভর তা-ই লালন করি এবং জীবনপাথেয় হিসেবে তা-ই ধারণ করি। কীভাবে একটি পরিবারকে আদর্শ পাঠশালা হিসেবে গড়ে তোলা যায়, তা-ই নিয়ে আমাদের ‘আদর্শ পরিবার সিরিজ’।

    এই সিরিজে সন্তান গড়ার কৌশল, শিশুদের সমস্যা ও তার প্রতিকার, সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ব ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে। বাদ পড়েনি সন্তানকে বইমুখী করার কৌশলও। শিশুদের কচিমনে জ্ঞান ও উৎকর্ষের সুপ্ত বীজ প্রোথিত করতে প্রতিটি মা-বাবার উচিৎ ‘আদর্শ পরিবার সিরিজ’-এর পাঠগুলো রপ্ত করে নেওয়া এবং বাস্তব জীবনে এসব অভিজ্ঞতার যথাযথ প্রয়োগ করা।

    সিরিজটি রচনা করেছেন আরবের প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার হাফিযাহুল্লাহ।

935
সূরা ইউসুফ পবিত্র এক মানবের গল্প
সূরা ইউসুফ পবিত্র এক মানবের গল্প
শাইখ আলী জাবির আল-ফাইফি
  • সুরা ইউসুফ। আল-কুরআনের মনোমুগ্ধকর, শিক্ষণীয় এবং চমকপ্রদ একটি সুরা। এ সুরা থেকে জানা যায়, নবি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পবিত্র এক মানব। বক্ষ্যমাণ গ্রন্থে আমরা সেই নিষ্পাপ যুবকের আলোকময় জীবনচরিত ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। শত শত বছর ধরে সারা পৃথিবী জুড়ে তাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য অগণিত গ্রন্থ। তবে এ বইটি নিঃসন্দেহে অনুপম আর অতুলনীয়। অল্প কথায় প্রাঞ্জল ভাষায় এত বেশি সমৃদ্ধ একটি বই সচরাচর দেখা যায় না সাহিত্যজগতে। লেখক যেভাবে দু-মলাটের মাঝে তার চিন্তা, কথা, জ্ঞান ও মেধাকে সমন্বিত করেছেন এবং পাঠকদের সামনে চমৎকারভাবে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

    বইটি কলেবরে ছোট হলেও সুরা ইউসুফের মর্মার্থ অনুধাবন এবং এ থেকে অফুরান শিক্ষা গ্রহণে কারো বিন্দুমাত্র অসুবিধা হবে না। এখানে পাতায় পাতায় দেখা মিলবে জ্ঞানমূলক কথামালার সুবিন্যস্ত আয়োজন। প্রতিটি বাক্যে, প্রতিটি অংশে পরিলক্ষিত হবে নিঁখুত শব্দের মজবুত গাঁথুনি। পাঠক যত বেশি এ গ্রন্থ পাঠ করবে, ততই যেন তার জ্ঞানতৃষ্ণা বেড়ে যাবে।

186
আকিদাতুত তাহাবি সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ
আকিদাতুত তাহাবি সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ
শাইখ মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-খুমাইস
  • ১. আকিদা হলো এক বৃক্ষের মতো, আর আমলগুলো তার ডালপালা। বৃক্ষ ছাড়া যেমন ডালের অস্তিত্ব কল্পনাতীত, ঠিক তেমনি আকিদাবিহীন আমলও পুরোপুরি মূল্যহীন।
    ২. যদি দেখেন মৃত্যুর পর আপনার কোনো আমলই আর কাজে আসছে না, তখন কেমন লাগবে আপনার? হ্যাঁ, ভ্রান্ত আকিদা আমাদের সব আমল নিঃশেষ করে দেয়।
    ৩. আমল তখনই কবুল হবে, যখন আকিদা হবে বিশুদ্ধ। আর বিশুদ্ধ আকিদা গড়ে তুলতে এবং সে অনুযায়ী আমল করতে আজই পড়ে ফেলুন চমৎকার এ বইটি।
    ৪. আকিদার দুটি অংশ—মৌলিক ও শাখা-প্রশাখা। শাখাগত অংশে মতপার্থক্য থাকলেও মৌলিক অংশে কারো কোনো দ্বিমত নেই। এ বইটি আকিদার সেই মৌলিক অংশ নিয়েই রচিত।

245
অশ্রুজলে লেখা
অশ্রুজলে লেখা
শাইখ আব্দুল মালিক আল কাসিম
  • শাইখ আব্দুল মালিক আল-কাসিম হাফিজাহুল্লাহ কর্তৃক লিখিত আয-যামান আল -কাদ্বিম ঠিক এমন একটি বই। অন্ধকারে ডুবে থাকা একদল মানুষের আলোর জগতে ফিরে আসার কাহিনীগুলোকে তিনি গল্পে রূপ দান করেছেন। সেই অন্ধকার গহ্বরে কীভাবে পৌঁছালো আলোর রশ্মি, কীভাবে পাথরের মতো পাষাণ হৃদয়ে হিদায়াতের ফল্গুধারা নেমে এলো, কোন জিনিসটি আলো হয়ে এসে ভরে দিয়ে গেছে মনের উঠোন—পরিবর্তনের পেছনে এমনসব নিয়ামকগুলো নিয়ে তিনি গল্প সাজিয়েছেন। এই গল্পগুলোতে কখনো তিনি পাঠকদের কাঁদিয়েছেন, কখনো ভাবিয়েছেন। মনের সামনে ঝুলতে থাকা অন্ধকার পর্দা সরাতে তিনি আশ্রয় নিয়েছেন কিছু চরিত্রের। সেই চরিত্রগুলো প্রতিনিধিত্ব করেছে আমার, আপনার এবং আমাদের। আমাদের ভুলে থাকা মন, বিস্মৃত অন্তরকে জাগিয়ে তুলতে লেখক চেষ্টা করেছেন গল্পগুলোতে ভিন্ন ভিন্ন মাত্রা আর কাহিনীর সন্নিবেশ করতে এবং লেখক তার কাজে যথেষ্টই সফল হয়েছেন, আলহামদু লিল্লাহ। লেখকের এই বই আরব বিশ্বে খুবই জনপ্রিয় এবং বহুল পঠিত একটি গল্পগ্রন্থ।

290
সিরাজুম মুনির
সিরাজুম মুনির
আরিফুল ইসলাম
  • সিরাত পড়তে গিয়ে কিছু কিছু ঘটনা আমরা খুব একটা মনোযোগের সাথে পড়ি না। শুধু চোখ বুলিয়েই চলে যাই। আবার কিছু ঘটনা আছে, যেগুলো খুব একটা জনপ্রিয় না; ধারাবাহিক সিরাতের গ্রন্থগুলোতেও পাওয়া যায় না। এমন ঘটনাগুলোকে ‘সিরাজাম মুনির’ বইয়ে উল্লেখ করা হয়েছে।

    সাধারণত দেখা যায়, কেউ একটি সিরাতগ্রন্থ পড়েই হাত গুটিয়ে বসে পড়েন। আমাদের বিশ্বাস, ‘সিরাজাম মুনির’ বইটি পাঠকের এই ধারণা ভেঙে দিতে সক্ষম হবে ইনশা আল্লাহ। বইটি পড়ে সিরাত অধ্যয়নের তৃষ্ণা নিবারণ তো হবেই না, উল্টো আরো বেড়ে যাবে এই আমাদের প্রত্যাশা।

280
বিশ্বাসের জয়
বিশ্বাসের জয়
ড. হুসামুদ্দীন হামিদ
  • কোনো বই পড়ে ঈমান বেড়েছে, এমনটা আমার খুব কম হয়েছে। আব্দুল্লাহ মজুমদার ভাইয়ের অনূদিত এ বইটি আমার পড়া সেই হাতে গোনা কয়েকটির মধ্যে একটি, যা পড়ে আমি অন্তরের ঈমানের স্বাদ পেয়েছি, মিন্ট ফ্লেভারের। মনে হয়েছে, হৃৎপিণ্ড কেউ মেনথল দিয়ে ধুয়ে দিয়েছে। যদিও মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর কথোপকথন, কিন্তু সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানওয়ালাদের খোরাক এই বইয়ে বেশি। অবশ্য সংশয়ী যদি তার্কিক না হয়ে ভাবুক হন, তবে এ বই তাকে হয়তো শুরু থেকে আরেকবার ভাবাবে। কিছু বই একবার পড়ে ফেলে রাখতে নেই, বার বার পড়তে হয়।

    এই বইটি আমাদের সপ্তাহে একবার করে পড়া উচিত বলে মনে হয়েছে। সেই সাথে প্রতিদিন কিছু সময় বইয়ের কথাগুলো আরেকজনের কাছে আওড়ানো দরকার, যাতে কথাগুলো একেবারে ভেতরে বসে যায়, সত্তার সাথে মিশে যায় (assimilation)।

    তাওহীদ আর রিসালাতের সত্যায়ন এবং আমার সত্তা যেন একাকার হয়ে যায়, আমার প্রতিটা নিঃশ্বাস যেন বলে তাওহীদ ও রিসালাত সত্য। তাহলে বের হবার কালেও নিঃশ্বাস কালিমার সত্যায়ন ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই পাবে না। এজন্য এই বইটি নিয়মিত পড়া এবং এখানে আল্লাহর সিফাত ও রিসালাতের সত্যতা যেভাবে খুলে খুলে বিস্তারিত উঠে এসেছে, সেভাবে আরেক মুসলিম ভাইয়ের সাথে জবান নাড়িয়ে আলোচনা আমি নিজেও করব, ইন শা আল্লাহ, আপনাদেরও করার আহবান।

    ড. হুসামউদ্দীন হামিদ রচিত ‘বিশ্বাসের জয়’ বইটি নিয়ে ডা. শামসুল আরেফীনের অভিমত। ইতোপূর্বে বইটি ‘মেঘ কেটে যায়’ নামে সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। বিশেষ কারণে বইটির প্রচ্ছদ ও নাম পরিবর্তন করা হয়েছে।

245
সন্তানকে বইমুখী করার কৌশল
সন্তানকে বইমুখী করার কৌশল
প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
  • আদর্শ পরিবার সিরিজের ৬ষ্ঠ বই ‘সন্তানকে বইমুখী করার কৌশল’। যে কারণে আমরা এ বইটি পড়ব—
    ১. আপনার সন্তান কি স্মার্টফোন আর ভিডিও গেমসে আসক্ত? সে কি একদমই বই পড়তে চায় না? পড়ার কথা বললেই কি তার মাথা ঘুরায়, পেট ব্যথা করে? তাহলে তো এই বইটি পড়া আপনার জন্য ফরজ!
    ২. বইয়ের প্রতি শিশুদের ভালোবাসা বাড়িয়ে দিতে, বইয়ের সাথে পরম বন্ধুত্ব তৈরি করতে, বইপাঠের গুরুত্ব এবং জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা ওদের সামনে মেলে ধরতে, সর্বোপরি একটি শিশুকে পরিপূর্ণভাবে বইমুখী করে গড়ে তুলতে হলে এমন একটি বই আপনার সংগ্রহে থাকতেই হবে।
    ৩. কিন্তু বাবা-মা হিসেবে সন্তানের হাতে আপনি কোন বইটি তুলে দেবেন? কেমন গল্প শুনিয়ে তাকে প্রতি রাতে ঘুম পাড়াবেন? কোন বইটি তাদেরকে সত্যের পথে নিয়ে যাবে আর কোন বই তাদেরকে আঁধারে নিমজ্জিত করবে—এ ব্যাপারে সঠিক দিকনির্দেশনা পাবেন বক্ষ্যমাণ গ্রন্থটিতে।

145
পারিবারিক সম্পর্কের বুনন
পারিবারিক সম্পর্কের বুনন
প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
  • পরিবার আমাদের প্রথম পাঠশালা। আমাদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের সবুজ কানন। মা-বাবা এবং পরিবারের বড় সদস্যরা হলেন আমাদের প্রথম শিক্ষক। যে শিক্ষা আমরা পরিবার থেকে পাই, জীবনভর তা-ই লালন করি এবং জীবনপাথেয় হিসেবে তা-ই ধারণ করি। কীভাবে একটি পরিবারকে আদর্শ পাঠশালা হিসেবে গড়ে তোলা যায়, তা-ই নিয়ে আমাদের ‘আদর্শ পরিবার সিরিজ’।

    এই সিরিজে সন্তান গড়ার কৌশল, শিশুদের সমস্যা ও তার প্রতিকার, সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ব ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে। বাদ পড়েনি সন্তানকে বইমুখী করার কৌশলও। শিশুদের কচিমনে জ্ঞান ও উৎকর্ষের সুপ্ত বীজ প্রোথিত করতে প্রতিটি মা-বাবার উচিৎ ‘আদর্শ পরিবার সিরিজ’-এর পাঠগুলো রপ্ত করে নেওয়া এবং বাস্তব জীবনে এসব অভিজ্ঞতার যথাযথ প্রয়োগ করা।

    সিরিজটি রচনা করেছেন আরবের প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার হাফিযাহুল্লাহ। বইগুলোর বিষয়বস্তু ও বর্ণনাশৈলী এতটাই চমকপ্রদ যে পাঠকমাত্রই মুগ্ধ হবেন।

130
শিশুদের সমস্যা আমাদের করণীয়
শিশুদের সমস্যা আমাদের করণীয়
প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
  • আদর্শ পরিবার সিরিজের ৫ম বই ‘শিশুদের সমস্যা আমাদের করণীয়’। যে কারণে আমরা এ বইটি পড়ব—

    ১. শিশুদের নানারকম সমস্যা ও তার চমৎকার সমাধান খুঁজে পাবেন এ বইয়ের পাতায় পাতায়।
    ২. আপনার বাচ্চা কি অহরহ মিথ্যা বলে? অল্পতেই রাগ করে? রাতের বেলা একা একা ওয়াশরুমে যেতে ভয় পায়? কিংবা প্রতি রাতে ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে দেয়? তবে তো এ বইটি আপনারই জন্য।
    ৩. আপনার সন্তান যদি পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, ঠিক মতো খেতে না চায় অথবা অকারণে সবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তবে এমন একটি বই হাতছাড়া করা মোটেও উচিত হবে না আপনার।
    ৪. বুদ্ধিমান বাবা-মায়েরা কখনো সন্তানের গুরুতর সমস্যাকে বড় হতে দেয় না। তারা সমস্যার শুরুতেই সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

175
সন্তান গড়ার কার্যকরী কৌশল
সন্তান গড়ার কার্যকরী কৌশল
প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
  • আদর্শ পরিবার সিরিজের ২য় বই ‘সন্তান গড়ার কার্যকরী কৌশল’। যে কারণে আমরা এ বইটি পড়ব—

    ১. শিশুকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার বেশকিছু কার্যকরী ও উদ্ভাবনী কৌশলের দেখা মিলবে এখানে।

    ২. পড়াশোনায় শিশুদের মনোযোগ বৃদ্ধি, টিভি আর ফোনের আসক্তি থেকে মুক্তি এবং সন্তানদের মধ্যকার ঝগড়া-বিবাদ দূর করে কীভাবে তাদেরকে সুন্দর জীবন উপহার দেবেন তা জানতে পড়ে ফেলুন এ বইটি।

    ৩. শিশুরা বাবা-মাকে দেখেই চরিত্র গঠন করে। তাই সন্তানের সামনে নিজেকে আদর্শ এবং অনুসরণীয় ব্যক্তি হিসেবে গড়ে তুলতে এ বইটি নিঃসন্দেহে অবশ্যপাঠ্য।

    ৪. সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে, তাদেরকে ভদ্রতা, শৃঙ্খলা ও নীতি-নৈতিকতা শেখাতে এমন বইয়ের জুড়ি মেলা ভার।

    ৫. বইটি পড়লে আরো জানা যাবে, বাবা-মায়ের কোন কথা আর কাজে শিশুদের মন ভেঙে যায় এবং হতাশায় ডুবে গিয়ে তারা বিপথে চলে যায়।

145
সুখী পরিবার নির্মাণের রূপরেখা
সুখী পরিবার নির্মাণের রূপরেখা
প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
  • পরিবার আমাদের প্রথম পাঠশালা। আমাদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের সবুজ কানন। মা-বাবা এবং পরিবারের বড় সদস্যরা হলেন আমাদের প্রথম শিক্ষক। যে শিক্ষা আমরা পরিবার থেকে পাই, জীবনভর তা-ই লালন করি এবং জীবনপাথেয় হিসেবে তা-ই ধারণ করি। কীভাবে একটি পরিবারকে আদর্শ পাঠশালা হিসেবে গড়ে তোলা যায়, তা-ই নিয়ে আমাদের ‘আদর্শ পরিবার সিরিজ’।

    এই সিরিজে সন্তান গড়ার কৌশল, শিশুদের সমস্যা ও তার প্রতিকার, সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ব ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে। বাদ পড়েনি সন্তানকে বইমুখী করার কৌশলও। শিশুদের কচিমনে জ্ঞান ও উৎকর্ষের সুপ্ত বীজ প্রোথিত করতে প্রতিটি মা-বাবার উচিৎ ‘আদর্শ পরিবার সিরিজ’-এর পাঠগুলো রপ্ত করে নেওয়া এবং বাস্তব জীবনে এসব অভিজ্ঞতার যথাযথ প্রয়োগ করা।

    সিরিজটি রচনা করেছেন আরবের প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার হাফিযাহুল্লাহ। বইগুলোর বিষয়বস্তু ও বর্ণনাশৈলী এতটাই চমকপ্রদ যে পাঠকমাত্রই মুগ্ধ হবেন।

175
খুশূ খুযূ
খুশূ খুযূ
আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ
125
Home
Categories
Cart
Account